বাংলাহান্ট ডেস্ক : একসময় পুলিসকে লক্ষ্য করে বোমা মারার হুমকি দেন বীরভূমের ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) আজ অবশ্য তিনি শ্রীঘরে। কিন্তু তাঁর ঐতিহ্য আজও বজায় রয়েছে বাংলায়। এবার সেই একই সুর শোনা গেল রাজ্যের এক কংগ্রেস নেত্রীর গলায়। বীরভূমের (Birbhum) এক দলীয় সভা থেকেই পুলিসকে বোমা মারার হুমকি দিলেন কংগ্রেস নেত্রী সুব্রতা দত্ত। শুধু বোমা নয়, গুলিতে পুলিসের শরীর ঝাঁজরা করে দেওয়ারও নিদান দিলেন তিনি। অবশ্য তাঁর এই মন্তব্য কংগ্রেস দল সমর্থন করে না বলে পরিস্কার জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শুক্রবার ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) কর্মসূচি উপলক্ষে বীরভূমের তারাপীঠ মোড়ে সভা ছিল কংগ্রেসের (Congress)। সেই সভা থেকেই পুলিসের উপর রাজ্যের শাসকদলের নিয়ন্ত্রণ নিয়ে তোপ দাগেন নেত্রী সুব্রতা দত্ত। বলেন, ‘এটা তৃণমূলের পুলিস নয়। আমাদের করের টাকায় ওদের বেতন হয়। তাই ওদের টেনে হেঁচড়ে নিয়ে যাবেন। বলবেন, এথানে রুটমার্চ করুন। এখানে সংঘর্ষ হচ্ছে।’ এরপর তাঁর আরও সংযোজন, ‘প্রয়োজন হলে বোমা মারতে হবে। পুলিশকে একদম ভয় পাবেন না।’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মন্তব্য করেন, ‘পুলিসের উচিত কপালে গুলি করা।’ সেই মন্তব্যকেই টেনে এনে সুব্রতা দত্ত বলেন, ‘ভাইপো পুলিসকে বলেছিলেন না, কপালে গুলি করতে। আমি বলব, পুলিসের সারা শরীর ঝাঁজরা করে দিন। সারা শরীরে গুলি করুন।’ স্বাভাবিকভাবেই কংগ্রেস নেত্রী এই রকৃ মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘নেত্রীর এই মন্তব্য দল সমর্থন করে না। এর সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।’ রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলছেন, এটা কোনও নেত্রীরই মুখের ভাষা হতে পারে না। সমাজবিরোধীদের মুখের ভাষা। এই মুহূর্তে ওই নেত্রীর বিরুদ্ধে এফআইআর করা উচিত।’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার