একসময়ের জনপ্রিয় নায়িকা আজ লাইমলাইট থেকে দূরে, বিয়ে সেরে ফেললেন ‘বয়েই গেল’ খ‍্যাত নিবেদিতা

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে বাংলায়। সোশ‍্যাল মিডিয়া উপচে পড়ছে বিয়ে-বৌভাতের ছবিতে। তারকারাই বা পিছিয়ে থাকেন কেন। বছরের শেষেই নতুন জীবন শুরু করছেন অনেকে। তালিকায় নাম লেখালেন অভিনেত্রী নিবেদিতা বিশ্বাসও (Nibedita Biswas)। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বিয়ের ছবি।

টেলিপাড়ার এক সময়ের অত‍্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নিবেদিতা। একাধিক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু বহু বছর হয়ে গেল আর কোনো সিরিয়ালে দেখা যায় না তাঁকে। অভিনয়কে বিদায় জানিয়েছেন নিবেদিতা। কিন্তু নেটপাড়ায় এখনো তাঁর জনপ্রিয়তা দেখার মতো।

Nibedita biswas
দিন তিনেক আগে এক রিসর্টে বসেছিল নিবেদিতার বিয়ের আসর। পাত্র অভিষেক সাহাও অভিনয় জগতের মানুষ। স্টার জলসার পুরনো সিরিয়াল ‘মৌচাক’এ দেখা গিয়েছিল তাঁকে। তবে তিনিও অনেক দিন হয়ে গেল আর ক‍্যামেরার সামনে আসেন না।

বিয়েতে একেবারে বাঙালি কনের সাজেই সেজেছিলেন নিবেদিতা। লাল বেনারসী, গয়না আর সিঁথি ভরা সিঁদুরে মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। পাশে মেরুন রঙা পাঞ্জাবি ও ঘিয়ে ধুতিতে বসে পাত্র অভিষেক। ‘এই রাত তোমার আমার’ গানের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করেছেন নিবেদিতা।

https://www.instagram.com/p/ClXwmAhLZi0/?igshid=YmMyMTA2M2Y=

নব বিবাহিত জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলকেই ধন‍্যবাদ জানিয়েছেন নিবেদিতা। একজন লিখেছেন, নিবেদিতার অভিনয় দিয়েই তাঁকে চেনা। তিনি বা অভিষেক কি আর কখনোই অভিনয়ে ফিরবেন না? উত্তরে নিবেদিতা লিখেছেন, ইচ্ছাই নেই আর অভিনয়ে আসার। এই বেশ ভাল আছেন।

https://www.instagram.com/reel/ClajB4LDmq8/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, বিবি চৌধুরানী, বয়েই গেল-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে খ‍্যাতির শীর্ষে উঠেছিলেন নিবেদিতা। সে সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে একজন ছিলেন তিনি। কিন্তু হঠাৎ কী কারণে নিবেদিতা অভিনয় ছেড়ে দিলেন তা স্পষ্ট নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর