বাংলা হান্ট নিউজ ডেস্ক: তাকে সাধারণ ক্রিকেট সমর্থকরা চিনেছেন যখন তিনি ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল সাফল্য পেতে শুরু করেছেন তখন থেকে। কিন্তু যারা ভারতীয় ঘরোয়া ক্রিকেট সম্পর্কে খোঁজ খবর রেখে থাকেন তারা অনেক আগে থেকেই জানতেন মহারাষ্ট্রের এই প্রতিভাবান ওপেনারের নাম। এই রুতুরাজ গায়কোয়াড আজ আরও একবার একটি অবিশ্বাস্য কীর্তি করে চলে এলেন শিরোনামে।
আজ উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে নেমেছিল মহারাষ্ট্র। সেই ম্যাচে মহারাষ্ট্রকে কার্যতো একার কাঁধে টানলেন রুতুরাজ। করলেন দুর্ধর্ষ দ্বিশতরান। ১৫৯ বলে ১০টি চার ও ১৬টি ছক্কা মেরে ২২০ রানের অপরাজিত একটি ইনিংস খেললেন তিনি। তবে দ্বিশতরানের কারণে নয়, রুতুরাজ আজ শিরোনামে অন্য একটি বিশেষ কারণে।
বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আজ এক ওভারে সাতটি ছক্কা মারার রেকর্ড করলেন রুতুরাজ। এর আগে যুবরাজ, সোবার্স, রবি শাস্ত্রীর মতো ক্রিকেটাররা বিভিন্ন সময়ে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন টুর্নামেন্টের, এক ওভারে ছটা ছক্কা মারার কীর্তি করে দেখিয়েছেন। কিন্তু এক ওভারে সাতটি ছক্কা এর আগে বিশ্বের কোন প্রান্তে কোন ফরমেটে কোন ধরনের ক্রিকেটে কোন ক্রিকেটার মেরে দেখাতে পারেননি।
1 over = 43 runs
159 balls = 220* #RuturajGaikwad , #VijayHazareTrophy2022 #CSK pic.twitter.com/Xyk7MDlcwW
— ♔ ℳsd (@itz_Vijay1) November 28, 2022
প্রথম ইনিংসের ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিংহকে নিশানা করেন রুতুরাজ। তার ওভারের প্রতিটি বল গ্যালারিতে গিয়ে পড়ছে দেখে নার্ভাস হয়ে একটি নো বল করেছিলেন এই তরুণ স্পিনার। নো বল এবং তার থেকে পাওয়া ফ্রি-হিট, দুটিকেই গ্যালারিতে পাঠান রুতুরাজ। সর্দার বি আই প্যাটেল স্টেডিয়াম আজ সাক্ষী থেকেছে এক অভাবনীয় কীর্তির। আর কোন মহারাষ্ট্রের ব্যাটার আজ ৫০-এর গণ্ডিও অতিক্রম করতে পারেনি। মাঝে জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন রুতুরাজ। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবেই বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। এই ইনিংসের পর আবার হয়তো তাকে নিয়ে ভাবতে বাধ্য হবেন নতুন নির্বাচকরা।
তার ব্যাটিংয়ের দাপটে মহারাষ্ট্র মোট ৩৩০ রান তোলে নিজেদের নির্ধারিত ৫০ ওভারে। সেই রান তাড়া করতে নেমে আরিয়ান জুয়েলের শতরানে (১৫৯) ভর করে কিছুটা লড়াই করেছিল উত্তরপ্রদেশ। কিন্তু আর কোন ব্যাটার তাকে সঙ্গ দিতে পারেননি। ফলে ২৭২ রানিং শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস।