বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে রেলওয়ের এই শেয়ার! রেকর্ড পর্যায়ে পৌঁছেছে পেনি স্টক

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার মার্কেটে (Share Market) এমন অনেক স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন এনে দেয়। এমতাবস্থায়, এই প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ হারে রিটার্ন দিয়েছে। মূলত, IRCTC-এর পরে, রেলওয়ের Rail Vikas Nigam Ltd-এর শেয়ারগুলি রীতিমতো বুলেট ট্রেনের গতিতে দৌড়চ্ছে। এই পেনি স্টক ইতিমধ্যেই বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে। এছাড়াও, আপাতত কোম্পানির শেয়ার তার রেকর্ড পর্যায়ে ট্রেড করছে।

গত ৫ দিনে ৩২ শতাংশ হারে বেড়েছে স্টক: প্রাপ্ত তথ্য অনুযায়ী, সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে রেল বিকাশ নিগমের স্টক ৯.৩৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, সোমবার কোম্পানির শেয়ার ৬.৮৫ টাকা বৃদ্ধির সাথে ট্রেড করেছে। অপরদিকে, গত ৫ দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩২.০৪ শতাংশ। এদিকে, গত সপ্তাহের ট্রেডিং সেশনে কোম্পানির স্টক ১৯.৪৫ টাকা হারে বেড়েছে বলেও জানা গিয়েছে।

৬ মাসে শেয়ার বেড়েছে ১৪৭.৭৬ শতাংশ: এমতাবস্থায়, আমরা যদি এক মাসের চার্ট দেখি, তাহলে দেখা যাবে যে, এই কোম্পানির স্টক ৯৭.১৭ শতাংশ অর্থাৎ ৩৯.৫০ টাকা বেড়েছে। পাশাপাশি, গত ২৮ অক্টোবর কোম্পানির স্টক ৪০.৬৫ টাকায় ট্রেড করেছিল। অন্যদিকে, গত ৬ মাসে এই শেয়ারের দাম বেড়েছে ১৪৭.৭৬ শতাংশ।

YTD সময়ে স্টক কত বেড়েছে: উল্লেখ্য যে, গত ৩০ মে এই শেয়ারটির দাম ছিল ৩২.৩৫ টাকার স্তরে। এমতাবস্থায়, আজ রেল বিকাশ নিগমের শেয়ার ৮০.২০ টাকার স্তরে লেনদেন হচ্ছে। এদিকে, সারা বছরে অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত এই শেয়ারের দাম বেড়েছে ১২৭.০৫ শতাংশ।

MONEY IN HANDS

৫২ সপ্তাহের রেকর্ড স্তরে রয়েছে শেয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক বছরে এই শেয়ারটি ১৪১.০৫ শতাংশ এবং ৫ বছরে ৩০৫.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি, এই স্টকের ৫২ সপ্তাহের রেকর্ড স্তর হল ৮০.৬০ টাকা। যেখানে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ২৯ টাকা।

(বিশেষ দ্রষ্টব্য: এখানে শুধুমাত্র এই স্টকের পারফরম্যান্সটি তুলে ধরা হয়েছে। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়। পাশাপাশি, স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর