বাংলাহান্ট ডেস্ক : শুধু গিয়েছিলেন একটা বিয়েবাড়িতে খেতে। কিন্তু তা ছিল বিনা নিমন্ত্রণে। তার জন্য তাঁকে দিয়ে শাস্তিস্বরূপ বিয়ের বাসন মজানো হলো। শুধু তাই নয়, এই অপমানের পাশাপাশি এক রাশ প্রশ্ন করেও বিব্রত করা হলো। এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরেই এই কয়েকজনের বিরুদ্ধে একটি আরোপ আনা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে ঘটে এই ঘটনাটি।
ভিডিওটিতে দেখা গেলো একটি সুন্দর ফিটফাট পোশাক পরা এক যুবক বাসন মাজছেন। তাঁর চারপাশে মানুষের ভিড়। সেখান থেকেই কেউ তাঁকে মজা করে জিজ্ঞাসা করেন, তাঁর কেমন লাগছে বলে। তিনি উত্তরে বলেন, বিনামূল্যে যখন খাবার খেয়েছেন, তার বিনিময়ে কিছু তো করা উচিৎ। তাই তিনি বাসন মাজছেন।
আবার ওই ভিড়ের মধ্যে থেকেই কেউ আবার তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁকে কেউ নিমন্ত্রণ করেছিল কীনা। কিন্তু তিনি মাথা নাড়িয়ে উত্তর দেন যে, নাহ কেউ তাঁকে আমন্ত্রণ জানানি। আবার কেউ একজন প্রশ্ন করেন বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে খাওয়ার শাস্তি তিনি জানেন কীনা। তিনি উত্তর করার আগেই অন্য একজন বলেন তাঁকে আরও এঁটো বাসন দিতে।
ঘেমে নেয়ে একসা হয়ে গেছেন সেই যুবক ততক্ষণে। বাড়িতে বাসন মাজার অভিজ্ঞতাও নেই। এমতবস্থায় আবার সেই ভিড়ের মধ্যে থেকে কেউ প্রশ্ন করেন, তিনি কী করেন কোথায় তাঁর বাড়ি, তাঁর নামই বা কী? তিনি তার উত্তরে বলেন, তিনি জব্বলপুরের বাসিন্দা। ভোপালে এমবিএ পড়তে এসেছেন। আর তাঁর নাম সম্রাট কুমার।