বছরে মাত্র একটি রাতেই ফোটে, রয়েছে মহাদেবের সঙ্গে বিশেষ সম্পর্ক! জানুন কেন এত গুরুত্বপূর্ণ এই ফুল

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যেগুলির সম্পর্কে অনেকেই বিস্তারিত জানেন না। পাশাপাশি, ওই ঘটনাগুলি এতটাই বিচিত্র হয় যে সেগুলি চমকেও দেয় সবাইকে। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে একটি ফুলের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেই ফুলটি অত্যন্ত বিরল। এমনিতেই, আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরণের ফুল দেখতে পাই। পাশাপাশি, এমন অনেক ফুল রয়েছে যেগুলো সারাবছর ধরেই ফুটতে থাকে। কিন্তু, জেনে অবাক হবেন যে, এই বিশেষ ফুলটি বছরে কেবল একটি রাতের জন্যই ফোটে।

আর সেই কারণেই ওই ফুলটিকে “Queen Of The Night Flower” হিসেবে অভিহিত করা হয়। এই প্রসঙ্গে অডিটি সেন্ট্রাল নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই ফুল গাছটির বিজ্ঞানসম্মত নাম হল এপিফাইলাম অক্সিপেটালাম (Epiphyllum Oxypetalum)। মূলত, ক্যাকটাস প্রজাতির ওই গাছে সাদা রঙের ফুল ফোটে। সর্বোপরি, এই ফুলটি বছরের শুধুমাত্র একটি রাতে কয়েক ঘন্টার জন্য ফোটে এবং সূর্যোদয়ের আগে শুকিয়ে যায়। এই বিশেষ ফুলটি মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ইতালিতে জন্মায়। পাশাপাশি, সমগ্ৰ বিশ্বের পর্যটকদেরকেই এই ফুল আকৃষ্ট করে।

একটি রাতে মাত্র ১-২ ঘন্টা ফুলটি ফোটে: এদিকে, ফুলটি অত্যন্ত বিরল হওয়ায় সবাই বিশ্বাস করেন যে, ফুলটিকে প্রস্ফুটিত অবস্থায় দেখা সৌভাগ্যের ব্যাপার। এমনকি, অনেকের বাড়িতে এই গাছটি থাকলেও ফুল দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে হয়। তবে, যাঁরা গাছটিকে বাড়তে দেখেছেন তাঁরা দাবি করেন যে, গাছটির গ্রীষ্মের রাতে এবং বসন্ত ঋতুতে ভালো বৃদ্ধি ঘটে। অনেকে আবার বিশ্বাস করেন যে ফুলগুলি কেবলমাত্র পূর্ণিমার রাতে অথবা ভারি বৃষ্টির পরে ফোটে। তবে, এই ফুলের সুগন্ধ এতটাই মিষ্টি যে বহুদূর থেকে তা অনুভূত হয়। যদিও, মাত্র ১-২ ঘন্টার জন্যই ফুলটি ফুটে থাকে।

মহাদেবের সঙ্গে এই ফুলের বিশেষ সম্পর্ক রয়েছে: এই প্রসঙ্গে ফুলটির একটি বিশেষ গুরুত্ব সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। ভারতে এই ফুলকেই “ব্রহ্ম কমল” ফুল বলা হয়। যা উত্তরাখণ্ড এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় দেখা যায়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ব্রহ্ম কমল হল সেই ফুল যেটির দ্বারা ভগবান শিব জল ছিটিয়ে গণেশকে পুনরুজ্জীবিত করে ছিলেন।

Epiphyllum oxypetalum Dutchmans Pipe Cactus3

আর এই কারণেই এই ফুলকে জীবনদানকারী ফুলও বলা হয়। বিশ্বাস করা হয় যে, এই ফুলটি যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে রাখা হয় সেক্ষেত্রে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়। এমনও কথা প্রচলিত রয়েছে যে, কেউ যদি ব্রহ্ম কমলকে প্রস্ফুটিত হতে দেখেন সেক্ষেত্রে তাঁর ভাগ্য বদলে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর