বাংলাহান্ট ডেস্ক: নিরাপদ বিনিয়োগের অন্যতম সেরা বিকল্প হল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। নির্দিষ্ট সময়ের জন্য এককালীন টাকা জমা রাখলে তার উপর পাওয়া যায় সুদ। অর্থাৎ উপরি অর্থ আয় করার একটি মাধ্যম হল এটি। তবে ইদানিং ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। এছাড়াও এ নিয়ে নিয়মিত নিয়ম বদল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।
আবারও ফিক্সড ডিপোজিটের উপর একটি বড়সড় বদল আনল কেন্দ্রীয় ব্যাঙ্ক। সম্প্রতি রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপরেই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর নিজেদের সুদের হার বাড়িয়ে দেয়। এ বার আবারও কিছু বদল আনা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। যা আপনার আমানতের উপর প্রভাব ফেলতে পারে।
এ বার থেকে ম্যাচুরিটির পর বিনিয়োগকারী যদি সেই অর্থ না নেন, তাহলে তার উপর সুদের হার কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ তিনি যে সুদের হার পাচ্ছিলেন সেই সুদের হার আর পাবেন না। ব্যাঙ্কের সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদের হার লাগু হবে ফিক্সড ডিপোজিটের উপর। যা অনেকটাই কম। বর্তমানে ব্যাঙ্কগুলি সাধারণত ফিক্সড ডিপোজিটের উপর ৫ শতাংশের বেশি সুদের হার দেয়।
এক্ষেত্রে বিনিয়োগকারীকে ৫ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। জানিয়ে রাখি, ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ৩ থেকে ৪ শতাংশ। অর্থাৎ ম্যাচুরিটির সময়েই যদি অর্থ তুলে নেওয়া না হয় তাহলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে গ্রাহককে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই নতুন নিয়ম সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রেই লাগু হবে। এ বার থেকে যদি ম্যাচুরিটির পর বিনিয়োগকারী সেই অর্থ তুলে না নেন, তাহলে কম সুদের হার পাবেন।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এমন ক্ষেত্রে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অথবা ম্যাচিওর্ড ফিক্সড ডিপোজিটের সুদের হার লাগু হবে। উল্লেখ্য, এই দু’টির মধ্যে যেটি কম হবে সেটিই লাগু হবে। ধরা যাক আপনি ৫ বছরের জন্য একটি ফিক্সড ডিপোজিট করেছিলেন যেটি ম্যাচিওর করেছে। কিন্তু আপনি সেই টাকা তুললেন না। এক্ষেত্রে দু’টি জিনিস হতে পারে।
১. ফিক্সড ডিপোজিটের সুদের হার যদি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের থেকে কম হয়, তাহলে ফিক্সড ডিপোজিটের সুদের হারই পেতে থাকবেন।
২. ফিক্সড ডিপোজিটের সুদের হার যদি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের থেকে বেশি হয়, তাহলে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার পাবেন।
প্রসঙ্গত, এর আগে ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করার পর সেই অর্থ না তুললে ব্যাঙ্ক নিজে থেকেই ওই একই সময়ের জন্য ফিক্সড ডিপোজিটটিকে আবারও করিয়ে দিত। কিন্তু এখন আর সেটা হবে না। এ বার থেকে আপনি যদি টাকা না তোলেন, তাহলে আপনারই আর্থিক ক্ষতি হবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই নতুন এই নিয়ম চালু করা হয়ে গিয়েছে।