বাংলা হান্ট ডেস্কঃ এবার লড়ায়ের ময়দানে দুই নেতা! আগামীকাল শুভেন্দুর গড়ে সভা করবেন অভিষেক ,অন্যদিকে অভিষেকের গড়ে শুভেন্দুর সভা। শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বাড়ির কাছেই কাঁথিতে (Kanthi) যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জনসভার ডাক দিয়েছেন, ঠিক তখনই ডায়মন্ড হারবারে (Diamond Harbour) পাল্টা সভার হাক দিয়েছিলেন বিরোধী দলনেতা। অবশেষে বিরোধী দলনেতার সভায় পড়লো শীলমহর। অনুমতি দিল আদালত।
৩ রা ডিসেম্বর, এই দিনটির দিয়ে চেয়ে এবার বিরোধী-শাসক থেকে শুরু করে গোটা রাজ্যবাসী। একদা মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় থাকা শুভেন্দু এখন বিরোধী দলনেতা। শনিবার তার বাড়ির কাছেই কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা।
প্রসঙ্গত, এর আগে একুশের বিধানসভা ভোটকালে শুভেন্দু গড়ে জনসভা করেছিলেন অভিষেক ব্যানার্জী। সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে সেই সভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। জনজোয়ারে ভেসেছিল কাঁথি। সেই রীতি বজায় রেখে পঞ্চায়েত ভোটের পূর্বেও কাঁথিতে সভা করার ঘোষণা বাংলার অভিষেকের।
তবে এই বিষয়ের বিরোধিতা জানিয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু । অভিযোগ, তার বয়স্ক বাবা-মাকে উত্যক্ত করতেই কাঁথিতে সভা ডেকেছেন অভিষেক। শুভেন্দুর সেই অভিযোগ অবশ্য তুড়ি মেরে উড়িয়ে অভিষেকের সভায় সম্মতি জানায় আদালত।
তবে ইট এর বদলা যেন পাটকেল এ। একই দিনে ডায়মন্ড হারবারে পাল্টা সভার তোড়জোড় শুরু করেন বিরোধী দলনেতা, প্রথমে স্থানীয় প্রশাসন সূত্রে আইনি বাঁধা এলেও পরে আদালতের দ্বারস্থ হয়ে মেলে সুরাহা। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি মিলেছে শুভেন্দুর সভার। তবে উভয় সভাই শব্দবিধি মেনে করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।