বাংলাহান্ট ডেস্ক: বাঙালিদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলায় আইনি জটিলতায় ফেঁসেছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। ‘রোহিঙ্গা’ প্রসঙ্গে বাঙালিদের কটাক্ষ করায় ছিছিক্কার জুটেছে তাঁর কপালে। এবার একই অভিযোগে অভিযুক্ত হলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ন রায়ের একটি ভিডিও টুইট করেছেন বিবেক। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ফিফা বিশ্বকাপে বাঙালিও খেলছে। সেটা কেমন? সায়নের কথায় এরিক ‘সেন’, লার ‘সেন’, কেভিন ‘দে’, এমন সব প্লেয়ারদের নামের সঙ্গে বাঙালি পদবীর মিল রয়েছে।
ভিডিওটি শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী মজা করে লিখেছেন, ‘এভাবে ফিফায় কর্তৃত্ব করছে বাঙালিরা’। কিন্তু বিবেকের এই মন্তব্য ভাল ভাবে নেননি অনেকেই। বাঙালিদের অপমান করার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। আবার অনেকে ভিডিওটাকে সাধারণ মজা হিসাবেই নিয়েছেন।
প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বিবেক। সৌজন্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবিটিকে ‘অশ্লীল প্রোপাগান্ডা’ বলায় সম্প্রতি ক্ষমা প্রার্থনা করেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। কাশ্মীরি হিন্দুদের অপমান করতে চাননি তিনি। কারোর ভাবাবেগে আঘাত করার ইচ্ছা তাঁর ছিল না। তবে নিজের বক্তব্য থেকে সরেও আসেননি পরিচালক।
How Bengalis have dominated FIFA. pic.twitter.com/0NiJy0KJW4
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 2, 2022
বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবির কোনো ঘটনা সম্পূর্ণ সত্য নয় তা প্রমাণ করতে পারলেই তিনি পরিচালনা ছেড়ে দেবেন। এবার সব সত্যি সামনে আনবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিবেক।
আর এই নতুন ছবির নাম হবে ‘দ্য কাশ্মীর ফাইলস: আনরিপোর্টেড’। চলতি বছরেই ছবিটি রিলিজ করবেন বলে জানিয়ে দিয়েছেন বিবেক। পাশাপাশি লাপিডের ক্ষমা প্রার্থনার উত্তরেও তিনি বলেন, তাঁর কিছুই যায় আসে না।