বাংলাহান্ট ডেস্ক: প্রেক্ষাগৃহ থেকে ‘আর আর আর’ (RRR) বিদায় নিয়েছে বেশ কয়েক মাস হল। কিন্তু বিদেশে এখনো দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছেন রাম চরণ, জুনিয়র এনটিআর। মাস খানেক আগেই জাপানে নতুন রেকর্ড গড়েছে আর আর আর। এবার নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেলে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন এস এস রাজামৌলি (S S Rajamouli)।
১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই ফিল্ম ক্রিটিক্স সার্কেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে পুরনো গ্রুপ। বলা বাহুল্য, এমন একটি গ্রুপের তরফে সেরা পরিচালক হিসাবে সম্মানিত হওয়া নিঃসন্দেহে গর্বের ব্যাপার, রাজামৌলির কাছে এবং ভারতের কাছেও। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকেই রাজামৌলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে খবর।
২০২৩ এর অস্কারে ভারতের তরফে অফিশিয়াল এনট্রি হিসাবে প্রথমে আর আর আর এর নাম উঠে এসেছিল। কিন্তু শেষমেষ আশাহত হতে হয় রাজামৌলি ভক্তদের। তাই বিচারকদের বিবেচনার জন্য ১৪ টি ক্যাটেগরিতে নাম নথিভুক্ত করা হয়েছে আর আর আর এর।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছিল আর আর আর। সেই উপলক্ষে সেদেশে গিয়েছিলেন রাম চরণ, রাজামৌলি এবং জুনিয়র এনটিআরও। মাত্র ১৭ দিনেই ইতিহাস রচনা করে আর আর আর। জাপানে মুক্তি প্রাপ্ত আর্থিক দিক থেকে সবথেকে বেশি সফল ভারতীয় ছবির মধ্যে তিন নম্বরে উঠে আসে রাজামৌলির ছবি।
চলতি বছরের সর্বপ্রথম ব্লকবাস্টার ছিল আর আর আর। তেলুগুতে তো বটেই, ছবির হিন্দি সংষ্করণটিও উল্লেখযোগ্য ব্যবসা করেছিল। মাত্র মাস খানেকের মধ্যেই গোটা বিশ্বের নিরিখে ১২০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল আর আর আর। শোনা গিয়েছিল, এ বছর অস্কারের মনোনয়নে ভারত থেকে এই ছবিটিকেই পাঠানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।