রাজস্থানে আজমের শরিফ দর্শনে মমতা, সহযোগীর মাথায় চাপালেন চাদর, ফুল, ধূপের ঝুড়ি

বাংলাহান্ট ডেস্ক : জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক মিটিয়ে মঙ্গলবার দুপুরে রাজস্থান উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ দুপুরে অজমেঢ় শরিফে (Ajmer Sharif Dargah) পৌঁছলেন তিনি। মাথায় চাদর, ফুল, ধূপের ঝুড়ি সহযোগীর মাথায় চাপিয়ে অজমের শরিফে হাজির তৃণমূল দলনেত্রী।

তিনি মঙ্গলবার রাজস্থানের আজমেঢ় শরিফে যান। তাঁর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দরগায়। মাথায় শাড়ির আঁচল দিয়ে তাঁকে দরগায় প্রবেশ করতে দেখা যায়। তাঁর সুরক্ষা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করেন নিরাপত্তারক্ষীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটিবার দেখা করার জন্য সেখানে ভিড়ে জমিয়েছেন অগণিত মানুষ।

এদিন আজমেঢ় শরিফে দরগায় চাদর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপনও করেন বলে জানা যাচ্ছে।মঙ্গলবার রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুষ্করে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সফরসূচি অনুযায়ীই দরগায় গেলেন মমতা। এবার তাঁর পরবর্তী সফর পুষ্কর।

mamata 15

কেন্দ্রে রেলমন্ত্রী থাকার সময় এই দুই জায়গায় রেল পরিষেবা চালু করেছিলেন তিনি। আবারও এই দুই জায়গায় সফরে এলেন মমতা। এদিন এই সফরের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন মমতা, এমনই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সফরের জন্য বিশেষ রুট তৈরি করে গেহলট প্রশাসন। মুখ্যমন্ত্রীর যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজস্থান পুলিসের বিশেষ টিম। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন ৫ আধিকারিক। স্থানীয় পুলিসের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে নেবেন তাঁরা।

Sudipto

সম্পর্কিত খবর