বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের মাটিতে দ্বিতীয় ওডিআই ম্যাচ হেরে সিরিজ খাওয়ানো ভারত। ভারতীয় দল আজ প্রথমে বোলিং করতে নেমে ৬৯ রানের মধ্যে বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু তারপর মাহমদুল্লাহ এবং মেহেদী হাসান মিরাজের একটি দুর্দান্ত পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৭৯ রান করেন অভিজ্ঞ মাহমদুল্লাহ। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওডিআই শতরান করেন মেহেদী হাসান মিরাজ। উইকেট পেলেও অনেক রান খরচ করেছেন দুই পেসার সিরাজ এবং উমরান মালিক।তবে উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিং করেছিলেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। চোটের জন্য তিন ওভারের বেশি বল করতে পারেননি দীপক চাহার। বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য রেখেছিল।
এমন অবস্থায় মাত্র ৬৫ রানে বিরাট কোহলির ধাওয়ান, লোকেশ রাহুল সহ চারটি উইকেট হারানোর পর ভারত ম্যাচে টিকে ছিল শ্রেয়স আইয়ার (৮২) ও অক্ষর প্যাটেলের (৫৬) অর্ধশতরানের জন্য। তারা দুজন আউট হলে মাঠে আসতেই হয় রোহিত শর্মাকে। একসময় সকলের মনে হচ্ছিল ভারত ম্যাচটি অনেক আগেই হেরে গিয়েছে।
কিন্তু সেই পরিস্থিতি থেকে আঙুলে চোট নিয়ে রোহিত শর্মা ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। ২৮ বলে ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন রোহিত। কিন্তু সেটা ভারতকে জেদানোর জন্য যথেষ্ট ছিল না এবং শেষ পর্যন্ত ভারতকে পাঁচ রানের ব্যবধানে হার মানতে হয়। তবে এর মধ্যেই একটা নতুন রেকর্ড গড়ে ফেলেছিলেন অক্ষর প্যাটেল ও শ্রেয়স আইয়ার।
আজ অক্ষর এবং শ্রেয়স দুজনে মিলে ১০৭ রানের একটি পার্টনারশিপ গড়েন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চম উইকেটে ওডিআই ফরম্যাটে ভারতের গড়া সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল ৯৪ রানের। সেই রেকর্ডটি এতদিন ছিল মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নার নামে। তবে আজকে তাদেরকে পেছনে ফেলে দিয়েছে অক্ষর ও শ্রেয়সের জুটি।
তারা দুজন যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ মনে হচ্ছিল ম্যাচ ভারতের কবজাতেই রয়েছে। কিন্তু শ্রেয়স আইয়ার ৩৫ তম ওভারে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান এবং সেখান থেকেই ভারতের ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার শুরু।