বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল এইমুহূর্তে রয়েছে বাংলাদেশের মাটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেখানে একটি টি-টোয়েন্টি এবং একটি ওডিআই সিরিজ খেলে তারপর বাংলাদেশের মাটিতে পা রেখেছে তারা। বাংলাদেশের একটি ওডিআই এবং একটি টেস্ট সিরিজ খেলবে ভারত। ওডিআই সিরিজটি ইতিমধ্যেই দুটি ম্যাচ হেরে বসেছে তারা। নিয়ম রক্ষার জন্য তৃতীয় ম্যাচটি খেলে তারপর টেস্ট সিরিজে অংশ নেবে তারা।
বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলার পর এই বছর আর কোনও সিরিজ খেলার সময় থাকবে না ভারতীয় দলের হাতে। কিন্তু ২০২৩-সালের শুরু থেকেই টানা তিনটি দল ভারত সফর করতে আসবে। প্রথমে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড এবং শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতীয় দলকে। প্রতিবেশী শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি টোয়েন্টি এবং শেষে অজিতের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল।
এই তিনটি দলের বিরুদ্ধেই ভারতীয়র যাবতীয় সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। জানুয়ারির শুরু থেকে মার্চের শেষ অবধি শ্বাস ফেলানো সময় নেই বিরাট কোহলিদের। তিনটি দলের ভারত সূচি নীচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:
শ্রীলঙ্কার সফর-
- জানুয়ারি ৩: প্রথম টি-টোয়েন্টি (মুম্বাই)
- জানুয়ারি ৫: দ্বিতীয় টি-টোয়েন্টি (পুনে)
- জানুয়ারি ৭: তৃতীয় টি-টোয়েন্টি (রাজকোট)
- জানুয়ারি ১০: প্রথম ODI (গুয়াহাটি)
- জানুয়ারি ১২: দ্বিতীয় ODI (কলকাতা)
- জানুয়ারি ১৫: তৃতীয় ODI (তিরুবনন্তপুরম)
নিউজিল্যান্ডের সফর-
- জানুয়ারি ১৮: প্রথম ODI (হায়দরাবাদ)
- জানুয়ারি ২১: দ্বিতীয় ODI (রায়পুর)
- জানুয়ারি ২৪: তৃতীয় ODI (ইন্দোর)
- জানুয়ারি ২৭: প্রথম টি-টোয়েন্টি (রাঁচি)
- জানুয়ারি ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি (লখনউ)
- ফেব্রুয়ারি ১: তৃতীয় টি-টোয়েন্টি (আহমেদাবাদ)
অস্ট্রেলিয়ার সফর-
- ৯-১৩ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (নাগপুর)
- ১৭-২১ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট (দিল্লি)
- ১-৫ মার্চ: তৃতীয় টেস্ট (ধর্মশালা)
- ৯-১৩ মার্চ: চতুর্থ টেস্ট (আহমেদাবাদ)
- মার্চ ১৭: প্রথম ওডিআই (মুম্বাই)
- মার্চ ১৯: দ্বিতীয় ওডিআই (বিশাখাপত্তনম)
- মার্চ ২২: তৃতীয় ওডিআই (চেন্নাই)