পাক অভিনেতা ফাওয়াদ খানের ছবি মুক্তি পাবে ভারতে! চাঞ্চল‍্য ছড়াল রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের (Fawad Khan) ছবি মুক্তি দেওয়া হবে না ভারতে। এমনি দাবি উঠেছে রাজনৈতিক জগতে। পাক অভিনেতা ফাওয়াদের ‘দ‍্য লেজেন্ড অফ মৌলা জাট’ ছবিটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে সে দেশে। বেশ ভাল ব‍্যবসাও করেছে ছবিটি। কিন্তু ভারতে কোনো ভাবেই মুক্তি দেওয়া হবে না ছবিটি, উঠল দাবি।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নেতা অমেয় খোপকার একটি টুইটে লেখেন, ‘পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের পাকিস্তানি ছবি ‘দ‍্য লেজেন্ড অফ মৌলা জাট’ ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবথেকে বিরক্তিকর বিষয় হল একটি ভারতীয় সংস্থা এই পরিকল্পনাটি করছে। রাজ সাহেবের নির্দেশ মেনে আমরা ভারতের কোথাও ছবিটি মুক্তি পেতে দেব না।’

fawad khan
এখানেই থামেননি তিনি। ফাওয়াদ ভক্তদের ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ শানিয়েছেন অমেয় খোপকার। তাঁর বক্তব‍্য, পাক অভিনেতার অনুরাগীরা পাকিস্তানে গিয়ে ছবিটি দেখে আসতে পারেন।

প্রসঙ্গত, পাকিস্তানের যতজন অভিনেতা অভিনেত্রী ভারতীয় ছবি বা বলিউডে কাজ করেছেন তাদের মধ‍্যে জনপ্রিয়তার দিক দিয়ে ফাওয়াদ খান সবার প্রথমে থাকবেন। পাকিস্তানের বেশ নামী অভিনেতা তিনি। বলিউডে ডেবিউ করেন ‘খুবসুরত’ ছবির হাত ধরে। তাঁর বিপরীতে ছিলেন সোনম কাপুর।

 

ফাওয়াদকে আপন করে নিতে বেশি সময় নেয়নি বলিউড। এরপর একে একে ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘ইয়ে দিল হ‍্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেন ফাওয়াদ। কিন্তু পুলওয়ামার ঘৃণ‍্য ঘটনার পর আর কোনো বলিউড ছবিতে দেখা যায়নি তাঁকে। পাকিস্তানি শিল্পীদের ভারতীয় ছবিতে কাজ করা নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

‘দ‍্য লেজেন্ড অফ মৌলা জাট’ ছবিতে অভিনয় করতে গিয়ে বেশ কয়েক কেজি ওজন বাড়াতে হয়েছিল ফাওয়াদকে। কিন্তু হাতে সময় কম থাকায় ভুল পথ বেছে নিয়েছিলেন তিনি। তাতে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন ফাওয়াদ।

Niranjana Nag

সম্পর্কিত খবর