বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি। পাঁচ ম্যাচে ৪ গোল এবং ২ অ্যাসিস্ট করে দ্বিতীয়বার গোল্ডেন বল জয়ের দৌড়ে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। আর্জেন্টিনা ও একটি দল হিসেবে অসাধারণ ফুটবল খেলছে এবং সব রকম পরিস্থিতিতে তারা একসঙ্গে লড়ছেন। তবে কি এবার কাপ ঘরে তুলতে চলেছে মেসির আর্জেন্টিনা।
এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও দ্য লিমা। ২০০২ বিশ্বকাপ ফাইনালের নায়ক সম্প্রতি একটি সাক্ষাৎকারে আর্জেন্টিনার টিম গেমের প্রশংসা করেছেন। সেই সঙ্গে লিওনেল মেসি তাদের দলে থাকায় যে তাদের একটা আলাদা সুবিধা হচ্ছে সেই কথাও বলেছেন তিনি।
কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তির মতে মেসির ক্যারিয়ারের যতই সুন্দর হোক না কেন, সে যত ভালো ফুটবলারই হোক না কেন, তাকে তার হাতে বিশ্বকাপটা কখনোই তুলে দেওয়া হবে না। ব্রাজিলের কিংবদন্তের মতে লিওনেল মেসিকেও বাকি ফুটবলারদের মতন খেলে, নিজের সেরাটা দিয়ে দলকে সঠিক পথে পরিচালনা করে তবেই বিশ্বকাপ জিততে হবে। বিশ্বকাপ জয়ের জন্য এখনও দুটো ম্যাচ জিততে হবে আর্জেন্টিনাকে। প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মতে ওই দুটো পেছও আর্জেন্টিনাকে একটা সঙ্গবদ্ধ দল হয়ে ভালো ফুটবল খেলতে হবে এবং তবেই তারা বিশ্বকাপের স্বাদ পাবেন।
মেসি জিতলে রোনাল্ডো কি খুশি হবেন? ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন, “হ্যাঁ, অবশ্যই একজন সেরা ফুটবলার হিসেবে মেসির হাতে ট্রফি দেখাটা অত্যন্ত আনন্দের হবে, শুধু আমার জন্য না পৃথিবীর সকল ফুটবলপ্রেমীদের জন্যই। কিন্তু সকলেই জানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার কথাটা। কাজেই আমি আর্জেন্টিনা জিতুক, এটা চাই বললে মিথ্যে বলা হবে।”
তার নিজের দেশের ছিটিয়ে যাওয়ার নিয়ম মুখ খুলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী। নেইমার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করলেও পেনাল্টি শ্যুট আউট তার পেনাল্টি দেওয়ার আগেই ব্রাজিলের যাত্রা শেষ হয়ে যায়। নেইমারের কি আগে পেনাল্টি নিতে যাওয়া উচিত ছিল? এই প্রশ্নের জবাবের রোনাল্ডো বলেছেন যে তিনি মনে করেন না দেশের হয়ে এতজন যখন দায়িত্ববদ্ধ হয়ে মাঠে নেমেছেন তখন আলাদা কারোর জন্য কোন নিয়ম পরিবর্তন করা উচিত। তার মতে নেইমারকে পাঁচ নম্বর কিক নিতে বলার পর মাঝপথে তাকে আলাদা করে আগে পেনাল্টি আগে নিতে বলাটা তার দলের একটি সতীর্থর অপমান।