বাংলাহান্ট ডেস্ক: একটাই তো মন, আর কতবার জিতবেন? অরিজিৎ সিং (Arijit Singh) এর প্রতি এই একটাই প্রশ্ন এখন সবার। শুধু তো গান নয়, অরিজিতের নম্র, ভদ্র ব্যবহার বারে বারে উঠে এসেছে চর্চায়। দরিদ্র, অসহায় মানুষের প্রতি তাঁর ভাবনা চিন্তা বরাবর মুগ্ধ করেছে আমজনতাকে। সাফল্যের শিখরে উঠেও তাঁর মাটির কাছাকাছি থাকার প্রবণতা অরিজিৎকে ভালবাসতে বাধ্য করবে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে আজ নিজের প্রতিভার গুণে সারা দেশের পয়লা নম্বর গায়ক হয়ে উঠেছেন। কিন্তু এত খ্যাতি পেয়েও এখনো তিনি জনতার মধ্যেই মিশে থাকতে ভালবাসেন। তার প্রমাণ আবারো পাওয়া গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। দর্শকাসনে বসতে গিয়েছিলেন অরিজিৎ। কিন্তু শেষমেষ মুখ্যমন্ত্রীর আর্জি মেনে মঞ্চেই আসন গ্রহণ করেন তিনি।
১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন অনুষ্ঠিত হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যাশা মতোই উপস্থিত ছিলেন অন্যতম অতিথি বাঙালির গর্ব অরিজিৎ সিং।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশ করেন অরিজিৎ। সকলকে সম্ভাষণ করে প্রবীণ অভিনেতা রঞ্জিৎ মল্লিককে প্রণাম করেন তিনি। তারপরে দর্শকাসনেই বসতে যাচ্ছিলেন গায়ক। তখনি তলব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে প্রণাম জানান অরিজিৎ। দুজনের মধ্যে কথোপকথনও হয়। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎকে বলেন, অরিজিৎকে মঞ্চে নিয়ে গিয়ে বসাতে। বাধ্য হয়ে অভিনেতার সঙ্গে লাজুক মুখে মঞ্চে ওঠেন গায়ক। তবে গিয়ে বসেন সবার পেছনের সারিতে।
আগেই জানা গিয়েছিল, এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চনরা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, রানি মুখোপাধ্যায়রা। এসেছিলেন শাহরুখ খানও। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।