বাংলাহান্ট ডেস্ক: ‘পাঠান’ (Pathan) বিতর্ক ক্রমেই ঘোরতর আকার ধারণ করছে। হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগে একাধিক বিজেপি শাসিত রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। এবার অযোধ্যায় পাঠান তথা ছবির গান ‘বেশরম রঙ’ নিয়ে বিক্ষোভ চরমে উঠল। যে প্রেক্ষাগৃহেই পাঠান দেখানো হবে সেটাই জ্বালিয়ে দেওয়ার দাবি তুললেন মহন্ত রাজু দাস।
অযোধ্যার হনুমান গঢ়ীর মহন্ত রাজু দাস ক্ষোভ উগরে দিয়েছেন পাঠানের বিরুদ্ধে। দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনির প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, পাঠান ছবিটি নিষিদ্ধ করা হোক। সেই সঙ্গে যে প্রেক্ষাগৃহেই পাঠান দেখানো হবে সেটাই জ্বালিয়ে দেওয়ার ডাক দিলেন মহন্ত।
একটি ভিডিওতে তিনি বলেন, ‘পাঠান ছবিতে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। আমি সবার কাছে আর্জি জানাচ্ছি যে, যে সব প্রেক্ষাগৃহে পাঠান দেখানো হবে সেগুলো জ্বালিয়ে দেওয়া হোক। তিনি আরো বলেন, বলিউড এবং হলিউডে বারংবার হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে। হিন্দু দেব দেবীদের অসম্মান করা হয়েছে।
বেশরম রঙ গানের প্রসঙ্গ তুলে মহন্ত বলেন, গেরুয়া রঙের বিকিনি পরে দীপিকার ওভাবে নাচার কী প্রয়োজন ছিল? শাহরুখ বারবার সনাতন ধর্মকে অপমান করেছেন। ইচ্ছা করেই এসব করানো হয়েছে বলেও বিষ্ফোরক অভিযোগ করেছেন মহন্ত রাজু দাস।
সম্প্রতি মহারাষ্ট্রেও পাঠানের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। বিজেপি বিধায়ক রাম কদমের অভিযোগ, গেরুয়া রঙের বিকিনি পরে হিন্দুত্বের অসম্মান করেছেন দীপিকা। মহারাষ্ট্রে পাঠানের মুক্তি নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন রাম কদম।
একটি টুইটে তিনি লিখেছেন, ‘দেশের বহু সাধু সন্ত, মহাত্মা সহ সোশ্যাল মিডিয়াতেও অনেক হিন্দু সংগঠন এবং অগুন্তি লোক পাঠান ছবির বিরোধিতা করছে। মহারাষ্ট্রে এখন হিন্দুত্ব মানসিকতার সরকার রয়েছে। ভাল হয় যদি পরিচালক সাধু সন্তদের অভিযোগগুলো মান্যতা দিয়ে ভুল শুধরে নেন।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ছবি বা সিরিয়াল হিন্দুত্বকে অপমান করবে মহারাষ্ট্রে তার কোনো জায়গা হবে না। পাশাপাশি এই ইস্যুতে জেএনইউ প্রসঙ্গও টেনে এনেছেন রাম কদম।