বাংলাহান্ট ডেস্ক: এ বার সহজেই যে কোনও পৃষ্ঠকে বানিয়ে ফেলুন বিদ্যুতের উৎস! বিজ্ঞানের উন্নতির ফলে কী না করা সম্ভব। এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এক দল বিজ্ঞানী। তাঁরা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছেন যার ফলে যে কোনও পৃষ্ঠ থেকেই বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন এমনই একটি জিনিস। খুবই হাল্কা ফ্যাব্রিকের সৌর কোষ (Paper Thin Solar Cells) তৈরি করেছেন। যা সহজে এবং দ্রুত যে কোনও পৃষ্ঠ থেকেই সৌরশক্তি উৎপাদন করতে পারবে। এই সৌরকোষগুলি মানুষের চুলের থেকেও পাতলা। বিজ্ঞানীদের এই আবিষ্কার যুগান্তকারী।
যে সব অঞ্চলে বিদ্যুতের সমস্যা রয়েছে এবং সৌর প্যানেল বসানোর মতো যাঁদের সামর্থ নেই, তাঁদের জন্য খুবই সুবিধাজনক এই আবিষ্কার। এমআইটি সূত্রে খবর, এই সৌর কোষগুলি একটি শক্ত কিন্তু হাল্কা ফ্যাব্রিকের সঙ্গে আঠা দিয়ে লাগানো থাকে। ফলে সহজেই যে কোনও পৃষ্ঠে এগুলি বসিয়ে দেওয়া যাবে। এই সৌর কোষগুলি কোথাও ঘুরতে গেলে নিয়ে যাওয়া যাবে। যে স্থানে বিদ্যুৎ নেই, সেখানেও বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম এটি।
সাধারণত একটি সোলার প্যানেল আকারে বড় এবং ভারী হয়। কিন্তু এই সৌর কোষগুলি সাধারণ সোলার প্যানেলের থেকে অনেকটাই হালকা। এছাড়াও সেগুলির থেকে প্রতি কেজিতে প্রায় ১৮ গুণ বেশি শক্তি উৎপাদন করে। বিজ্ঞানীরা মনে করেন, এই আবিষ্কারের ফলে শুধুমাত্র বিদ্যুতের চাহিদার সমস্যার সমাধানই করা যাবে না। একইসঙ্গে আরও বেশি সংখ্যক মানুষ সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ পাবেন।
বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে আরও বেশি করে কার্বন মুক্ত পরিষ্কার শক্তির উৎস খুঁজতে হবে। এই আবিষ্কার সেই লক্ষ্যকেই দিশা দেখায়। এই আবিষ্কার ভবিষ্যতে বড় আকারে বিদ্যুৎ উৎপাদনেও সাহায্য করতে পারে। ইতিমধ্যেই পৃথিবী ধীরে ধীরে পুর্নব্যবহারযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। সেক্ষেত্রে সৌর বিদ্যুৎ যেমন সুবিধাজনক, তেমনই সস্তা। তাই ভবিষ্যতে এই আবিষ্কারের আরও সাফল্য নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা।