পরিবারে ৫ বছরের নিচে কোনো শিশু রয়েছে? এবার বাড়িতে বসেই পেয়ে যান তার ব্লু আধার কার্ড

বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ড (Aadhar Card) হল প্রত্যেক ভারতীয়র কাছেই একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এমতাবস্থায়, আধার কার্ড সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটি স্বচ্ছ ধারণা থাকলেও অনেকেই কিন্তু ব্লু অর্থাৎ নীল আধার কার্ডের (Blue Aadhar Card) ব্যাপারে জানেন না। মূলত, আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য আধার কার্ড তৈরি করা বাধ্যতামূলক। এমতাবস্থায়, এখন শিশুদের জন্যও আধার কার্ড তৈরি করা হচ্ছে।

পাশাপাশি, পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ডের রঙ হল নীল। তাই একে ব্লু আধার কার্ড বা “বাল আধার কার্ড”-ও বলা হয়। এদিকে, এই আধার কার্ড তৈরিতে খুব একটা বেশি তথ্যের প্রয়োজন হয়না। এমনকি, বায়োমেট্রিকেরও দরকার পড়ে না এতে। তাই বাড়িতে বসেই খুব সহজে আপনি অনলাইন মারফত এই আধার কার্ড তৈরি করতে পারেন।

UIDAI প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI পাঁচ বছরের কম বয়সি শিশুর জন্য আধার কার্ড তৈরির প্রক্রিয়াকে অনেকটাই সহজ করেছে। এর আগে এটি তৈরির ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হত। কিন্তু এখন বার্থ সার্টিফিকেট ছাড়াই বাড়িতে বসে আপনি তৈরি করে নিতে পারেন আপনার সন্তানের আধার কার্ড।

এইভাবে করতে হবে আবেদন:
১. প্রথমে আপনাকে www.UIDAI.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. তারপর আধার কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এরপর শিশুর নাম, অভিভাবকের মোবাইল নম্বর, ইমেল আইডির মত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. তারপর আপনাকে শিশুটির জন্মস্থান, সম্পূর্ণ ঠিকানা, জেলা এবং রাজ্যের তথ্যও পূরণ করতে হবে।

aadhar card
৫. অনলাইনে এই প্রক্রিয়াটি করার পরে, আপনাকে আধার কার্ডটি পেতে UIDAI কেন্দ্রে যেতে হবে।
৬. এজন্য আপনি চাইলে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।
৭. অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, “ফিক্স অ্যাপয়েন্টমেন্ট” অপশনে যান।
৮. এরপর এখন আপনি পছন্দমত তারিখ এবং সময় নির্বাচন করে আপনার কাছের UIDAI-এর কেন্দ্রটি নির্বাচন করুন।
৯. একদম শেষে শিশুটির নাম, জন্ম তারিখের মতো তথ্যগুলিকে ভালোভাবে পড়ে নিয়ে ফর্মটি জমা দিয়ে দিন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর