সারা মুখে লেপটে সিঁদুর-লিপস্টিক, বিগ বসের ঘরে ভূতের ভর রাখির উপর! ভয় ধরানো ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) মানেই এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট। যেকোনো পরিস্থিতিতে, যেভাবেই হোক না কেন, বিনোদন দিয়ে যেতে হবে, এই নীতিতেই বিশ্বাসী তিনি। আর তার জন‍্য ক‍্যামেরার সামনে অদ্ভূত কাজকর্ম করতেও পিছপা হন না রাখি। বিগ বস তাঁর আগমনে টিআরপির শীর্ষস্থান ছোঁয়। একথা নির্মাতারাও খুব ভাল ভাবে জানেন‌। তাই তো বারে বারে রাখি বিগ বসে আসেন ওয়াইল্ড কার্ড এনট্রি হয়ে।

তবে এবারে আর হিন্দি নয়, মরাঠি বিগ বসে পা রেখেছেন রাখি। একজন চ‍্যালেঞ্জার হিসাবে শোতে এনট্রি নিয়েছেন তিনি। আর পা রাখতে না রাখতেই নিজের জলবা দেখাতে শুরু করে দিয়েছেন রাখি। সম্প্রতি চন্দ্রমুখী সেজে বিগ বসের ঘরের প্রতিযোগীদের ভয় দেখাতে দেখা যায় রাখিকে।

rakhi sawant 759 1
লাল লেহেঙ্গা চোলি, কপালে ঘেঁটে যাওয়া লাল টিপ, লেপটে যাওয়া কাজল, লিপস্টিক আর এলোমেলো, গয়না, ঝাঁকড়া চুল নিয়ে চন্দ্রমুখী সেজেছিলেন তিনি। সারা মুখে মেকআপ লেপটে বিগ বসের ঘরে কার্যত তাণ্ডব করে বেরিয়েছেন রাখি।

ভিডিও দেখে কেউ কেউ হতভম্ব, কেউ কেউ আবার কপালে হাত দিয়ে বসেছেন। একজন লিখেছেন, রাখিকে দেখে চন্দ্রমুখীই ভয় পেয়ে যাবে। আবার কারোর মতে, ভাগ‍্যিস এবারের হিন্দি বিগ বসে রাখি নেই। অনেকের কাছে তিনি বিনোদনের উপযুক্ত পাত্রী। আবার অনেকের মতে, তিনি অতি নাটুকে।

https://www.instagram.com/reel/CmYHEK9KImU/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, বিগ বসে একাধিক বার এসেছেন রাখি। এক্কেবারে প্রথম সিজনের প্রতিযোগী থেকেছেন তিনি। তারপর সিজন ১৪ তেও এসেছিলেন রাখি। শেষ চার পর্যন্তও গিয়েছিলেন তিনি। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সরে আসতে হয়েছিল রাখিকে। সিজন ১৫ তে প্রাক্তন স্বামী রিতেশকে নিয়ে ওয়াইল্ড কার্ড এনট্রি হিসাবে শোতে পা রেখেছিলেন তিনি। কোনোবারই বিগ বস জিততে পারেননি তিনি। সিজন ১৬ তেও হিন্দি বিগ বসে আসার ইচ্ছা ছিল রাখির। কিন্তু তার বদলে মরাঠিতে অংশ নিতে হয় তাঁকে।l

Niranjana Nag

সম্পর্কিত খবর