বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনেক আগেই জানা গিয়েছিল যে আইপিএলের নিলাম আয়োজিত হবে চলতি বছরের ২৩ শে ডিসেম্বর। অবশেষে এসে উপস্থিত সেই মুহূর্ত। আজকের অনেক আগেই ফ্র্যাঞ্চাইজি গুলির জন্য ৪০৫ ক্রিকেটারের তালিকা পেশ করেছিল আইপিএল কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে একাধিক বড় এবং পরিচিত নাম। এই তালিকার মধ্যে ২৭৩ জন হলেন ভারতীয় এবং বাকিরা সকলে বিদেশে ক্রিকেটার।
এবারের আইপিএলের গতবারের নিলামের আগে নাম প্রত্যাহার করে নেওয়া একাধিক ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুটও। তার বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, স্যাম ক্যারনও রয়েছেন এই তালিকায়।
সবচেয়ে মজার ব্যাপার হলো এই তালিকায় থাকা ২৮২ জন ক্রিকেটারই এখনো আন্তর্জাতিক জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি। আইপিএল গভর্নিং বডি আশঙ্কা করছে যে ৪০৫ জনের তালিকা প্রস্তুত করা হলেও এর মধ্যে থেকে বিক্রি হতে পারে মাত্র ৮৭ জন ক্রিকেটার।
অ্যাসোসিয়েট ক্রিকেট খেলিয়ে দেশগুলোর থেকেও বেশ কিছু তারকা ক্রিকেটার এইবারের নিলামের নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। জিম্বাবোয়ের সিকান্দার রাজা, নেদারল্যান্ডসের পল ভ্যান ম্যাকরেন, এদের মধ্যে অন্যতম। তবে এইবার সবচেয়ে বেশি ইংল্যান্ডের ক্রিকেটার এই নিলামের জন্য নিজেদের উপলব্ধ জানিয়েছেন। মোট ২৭ জন ব্রিটিশ ক্রিকেটারের নাম এবারের নিলামে উঠবে। বাংলাদেশ থেকে নাম জমা দিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেইনরা।
আর মাত্র এক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে আইপিএলের মিনি অকশন। কেরালায় কোচির বিখ্যাত গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি অকশন। দুপুর ২.৩০ থেকে আরম্ভ হবে এই নিলাম। স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই নিলাম সম্প্রচারিত হবে। এছাড়া যারা অনলাইনে দেখতে চান তারা জিও সিনেমার মাধ্যমে নিলাম টি লাইভ দেখতে পারেন।