বাংলা হান্ট ডেস্ক: বিদেশে বেড়াতে যেতে কে না ভালোবাসে! কিন্তু, অনেকেই পাসপোর্ট এবং ভিসার চক্করে বিদেশ ভ্রমণের ইচ্ছে মনের মধ্যেই লুকিয়ে রাখেন। মূলত, বিদেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমাদের পাসপোর্ট এবং ভিসা লাগে। কিন্তু, আপনি কি জানেন, যে পাসপোর্ট-ভিসা ছাড়াই শুধুমাত্র আধার কার্ডকে (Aadhar Card) কাজে লাগিয়ে বিদেশসফর সম্ভব? হ্যাঁ, প্রথমে শুনে কিছুটা খটকা লাগলেও এটা কিন্তু একদমই সত্যি।
মূলত, এমন কিছু দেশ রয়েছে যেখানে যেতে কোনো পাসপোর্ট লাগে না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আধার কার্ড নিয়েই ওই দেশগুলিতে যেতে পারেন। এমতাবস্থায়, ভুটান ও নেপালে যেতে আপনার শুধু আধার কার্ডের প্রয়োজন হয়।
কিভাবে ভুটানে যেতে হয়: ভুটান সড়ক ও বিমান উভয় পথেই সংযুক্ত। তাই, আপনি আপনার পছন্দ অনুযায়ী যাতায়াতের পথটি নির্বাচন করতে পারেন। ভুটান ভ্রমণ করতে ভারতীয় ভ্রমণকারীদের হয় তাদের পাসপোর্ট বহন করতে হয়। যেটির বৈধতা থাকে ন্যূনতম ৬ মাসের জন্য। পাশাপাশি, যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডও ব্যবহার করা যেতে পারে। তবে, শিশুদের ক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট বা স্কুলের আইডি কার্ড বহন করা আবশ্যক।
নেপালে যেতে এই আইডি দরকার: ভুটানের মতো, আপনি সড়ক, ট্রেন এবং আকাশপথে নেপালেও পৌঁছতে পারেন। ভারত থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বিমান পরিষেবা রয়েছে। নেপাল সরকার জানিয়েছে যে, আপনি যে ভারতের নাগরিক সেটি প্রমাণ করে এমন নথি থাকলেই আপনি সেদেশে যেতে পারেন। এমতাবস্থায়, অনেক ভারতীয় পর্যটকই প্রতি বছর নেপালে বেড়াতে যান।
আপনি ভিসা ছাড়া এই দেশগুলিতে যেতে পারেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভুটান এবং নেপাল ছাড়া এমন কিছু দেশ রয়েছে যেখানে যেতে গেলে আপনার পাসপোর্ট দরকার কিন্তু ভিসার কোনো প্রয়োজন নেই। এমনকি, আপনি ভিসা ছাড়াই বিশ্বের ৫৮ টি দেশে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। যদিও, সেক্ষেত্রে পাসপোর্টটি থাকতে হবে। আপনি ভিসা ছাড়াই মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ম্যাকাও, ভুটান, কম্বোডিয়া, নেপাল, কেনিয়া, মায়ানমার, কাতার, উগান্ডা, ইরান, সেশেলস এবং জিম্বাবোয়ের মতো সুন্দর দেশগুলি ঘুরে আসতে পারেন।