শাহরুখ চুম্বন করতেই বলিউড থেকে ডাক? টলিউড ছেড়ে মুম্বই পাড়ি দিলেন তৃণা

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বড়পর্দার বহু নামীদামী ব‍্যক্তিত্বদের পাশে নজর কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha)। তাঁর লাইমলাইটে উঠে আসার আরো একটি কারণ ছিল। খোদ শাহরুখ খান (Shahrukh Khan) চুম্বন করেছিলেন তৃণার হাতে। স্মরণীয় দিনটার বিভিন্ন মুহূর্তের স্মৃতি ভাগ করে নিয়েছিলেন তৃণা।


তারপরেই হঠাৎ তল্পিতল্পা গুটিয়ে অভিনেত্রী পাড়ি দিলেন মুম্বই। শাহরুখের চুম্বন পাওয়ার পরেই কি মায়ানগরীর বাসিন্দা হতে চললেন তৃণা? নাকি টলিউড থেকে সোজা বলিউডের ডাক পেয়ে গিয়েছেন তিনি? সংবাদ মাধ‍্যমকে অভিনেত্রী জানান, এর মধ‍্যে কোনোটাই নয়। একটি বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বই যেতে হয়েছে তাঁকে।

trina shahrukh
বাংলা ইন্ডাস্ট্রিতে ছোটপর্দা, বড়পর্দা দুটো মিলিয়েই কাজ করছেন তৃণা। তাঁর জনপ্রিয়তা মূলত ছোটপর্দা থেকেই। এখনো অনেক দর্শকের কাছেই তিনি গুনগুন হয়েই রয়ে গিয়েছেন। তবে সিরিয়ালের পাশাপাশি সিনেমাও করছেন তৃণা। টলিউডের দুই প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।


তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে ছোটপর্দার শিল্পীদের প্রতিনিধি হয়েই উপস্থিত ছিলেন তৃণা। মঞ্চে শাহরুখের সঙ্গে একাধিক ছবি তুলেছেন তিনি। গোলাপি শাড়ি সাদা ব্লাউজে সেজেছিলেন তৃণা। বসেছিলেন কিং খানের ঠিক পেছনেই।


শাহরুখের সঙ্গে পাক্কা ১ মিনিট কথাও বলেন তৃণা। প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখেই তো হাত পা ঠাণ্ডা গুনগুনের। সেকথা বলতেই মিষ্টি হেসে তাঁর হাতে চুম্বন করেন শাহরুখ। তিনি প্রথম ছবি ‘দিওয়ানা’ দেখেছেন, তা জানাতেই অবাক হয়ে তাঁর দিকে চেয়েছিলেন কিং খান।


শাহরুখের সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেছিলেন তৃণা। তার মধ্যে কিছু ছবিতে দেখা যাচ্ছে, রানি মুখার্জির সঙ্গে কথা বলছেন তিনি। পাশের চেয়ারে তাঁর হাত ধরে বসে একদৃষ্টে তাকিয়ে শাহরুখ। কিং খানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তৃণা। লিখেছেন, পাঠানের সঙ্গে নিজের ‘ফ্যান গার্ল মোমেন্ট’ পেয়ে গিয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর