মানিকের মাস্টারস্ট্রোক, ত্রিপুরায় একলাফে DA বাড়ল ১২%! সাত রাজার ধন পেলেন সরকারি কর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : ত্রিপুরায় (Tripura) আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন। তার আগে সরকারি কর্মীদের খুশি করতে বড় সিদ্ধান্ত নিল সে রাজ্যের বিজেপি সরকার। ত্রিপুরার সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের জন্য ত্রিপুরা সরকার ঘোষণা করল ১২ শতাংশ ডিএ/ডিআর এর। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মহার্ঘ ভাতার ঘোষণা করেন।

বিজেপি সরকার গত ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসার পর এই নিয়ে মোট তিন ধাপে ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করল। জানা গিয়েছে, নতুন ডিএ ১ লা ডিসেম্বর থেকেই কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন মোট ১ লক্ষ ৪ হাজার ৬০০ জন রাজ্য সরকারি কর্মী ও ৮০ হাজার ৮০০ জন পেনশন প্রাপক।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, প্রায় দ্বিগুণ করা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতনও। অন্যদিকে, বামফ্রন্ট ও তৃণমূলের মত বিরোধী দলগুলি মানিক সাহার সরকারের এই সিদ্ধান্তকে নির্বাচনী চমক বলে কটাক্ষ করেছে। বিরোধীদলগুলির দাবি, যতই ডিএ বৃদ্ধি করা হোক না কেন, বিজেপি নির্বাচনী বৈতরণী পার করতে পারবে না।

Dearness allowance hike of 5 to benefit 111 lakh central govt workers pensioners

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ডিএ দেওয়ার জন্য রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ১২০ কোটি টাকা প্রতি মাসে খরচ হবে। বছরে এর জন্য খরচ দাঁড়াবে ১৪৪০ কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণ টাকার সংস্থান কিভাবে হবে সেই বিষয় সুস্পষ্ট কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মানিক সাহা অথবা তাঁর ডেপুটি এবং রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর