বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগেকার কথা। বাংলা বিনোদন দুনিয়ায় হঠাৎ করেই ছড়ায় চাঞ্চল্য। একের পর এক চারজন অভিনেত্রী, মডেলের আত্মহত্যার (Suicide) খবরে শিহরিত হয়ে ওঠে ইন্ডাস্ট্রির সদস্যরা থেকে আমজনতাও। মনোবিদদের মতে, এক রকম ছোঁয়াচে রোগের মতো ছড়িয়েছিল আত্মহত্যার প্রবণতা। বছর শেষে আবারো ফিরে এল সেই ভয়াবহতা। তুনিশা শর্মার (Tunisha Sharma) পর এবার আত্মঘাতী হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগওয়ানশি (Leena Nagwanshi)।
ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা বছর ২২ এর লীনা নাগওয়ানশি। কলেজ পড়ুয়া লীনা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। জানা যাচ্ছে, মঙ্গলবার নিজের বাড়ির ছাদে পরনের ওড়না গলায় জড়িয়ে আত্মহত্যা করেন তিনি। তাঁর মা সে সময়ে বাড়িতে ছিলেন না। আধ ঘন্টা পরে বাড়িতে ফিরে মেয়েকে ওই অবস্থায় দেখেই তড়িঘড়ি তাঁকে নীচে নামিয়ে আনেন তিনি। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লীনা।
বি কম এর সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন লীনা। জানা গিয়েছে, পড়াশোনা করার কথা বলেই বাড়ির ছাদে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে এই চরম পদক্ষেপ তিনি নিলেন কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দেহের পাশে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবর। দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিস এই ঘটনায় তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে পুলিস সমস্ত দিক খতিয়ে দেখছে। একটি মামলা দায়ের হয়েছে এই ঘটনায়। পাশাপাশি লীনার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিসের তরফে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে ভালোই জনপ্রিয়তা ছিল লীনার। ইনস্টাগ্রামে ১১ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। পাশাপাশি টিকটকেও সক্রিয় ছিলেন লীনা।
কিছুদিন আগেই এসেছে অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর খবর। ‘আলিবাবা দাস্তান-এ কবুল’ সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। সেই সিরিয়ালের সেটের মেকআপ রুমেই আত্মহত্যা করেন তুনিশা। সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন শেষ করে দেন তিনি। তারপরেই এই ঘটনা চিন্তায় ফেলেছে বিনোদন দুনিয়াকে।