বাংলা হান্ট নিউজ ডেস্ক: এর আগে চলতি আইএসএলে (ISL 2022/23) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছিল সবুজ মেরুণ শিবিরকে। যথার্থ না হলেও আজ যুবভারতীতে সেই হারের প্রতিশোধ নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কার্লোস পেনার দলের বিরুদ্ধে ২-১ ফলে জয় পেয়ে শীর্ষ দুইয়ে নিজেদের তুলে নিয়ে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো পেট্রাটোসরা (Dimitri Petratos)।
আজ মাত্র ৯ মিনিটেই গোল করে অজি স্ট্রাইকার সবুজ-মেরুন শিবিরকে ম্যাচে এগিয়ে দিয়েছিল। গোয়ার তরুণ গোলরক্ষক ধীরজ সিং-এর ভুলের পূর্ণ সুযোগ নিয়েছিলেন পেট্রাটোস। কিন্তু তাদের সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। কারণ ২৫ মিনিটেই এডু বেডিয়ার (Edu Bedia) পাস থেকে এফসি গোয়াকে সমতা ফিরিয়েছিলেন আনোয়ার আলি (Anwar Ali)। প্রথমার্ধ ১-১ ফলেই শেষ হয়।
এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যে পেট্রাটোসের বাড়ানো বল ধরে গোল করে ফের এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমো (Hugo Boumos)। চলতি মরশুমে এটি ছিল তার চতুর্থ গোল। অনেকক্ষেত্রেই এই মরশুমে তার গোল বা অ্যাসিস্ট সবুজ মেরুণ শিবিরের জয় নির্ধারণ করেছে বিশেষ মুহূর্তে। তার আজকের গোলটিও ছিল ম্যাচের জয়সূচক গোল।
তবে এরপর আরও গোলের সুযোগ এসেছিল তাদের সামনে, যেগুলি এটিকে মোহনবাগানের ফুটবলাররা কাজে লাগাতে পারেননি। আজকের আগে টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি সবুজ মেরুণ শিবির। কিন্তু নতুন বছরে মুম্বাই সিটির বিরুদ্ধে মাঠে নামার আগে বছরের শেষে এই জয় ফুটবলারদের কিছুটা স্বস্তি দেবে।