শ্রীরাম-শ্রীকৃষ্ণের মতো মহিলাদের পাশে দাঁড়ান, তুনিশা মামলায় প্রধানমন্ত্রীকে অনুরোধ কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর ঘটনায় এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। প্রেমিক শিজান খানের সঙ্গে বিচ্ছেদের পরেই মাত্র ২০ বছর বয়সে নিজের জীবন শেষ করে দেন তিনি। শিজান গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণ নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। জল গড়িয়েছে রাজনৈতিক মহলে। এবার বিষয়টাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দৃষ্টি আকর্ষণ করলেন কঙ্গনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘একজন মেয়ে সবকিছু সহ্য করতে পারে, ভালবাসার অভাব, বিয়ে, সম্পর্ক ভাঙা বা কোনো প্রিয় মানুষের হারিয়ে যাওয়া। কিন্তু তার ভালবাসার গল্পে ভালবাসাটাই ছিল না, এটা সে কোনো ভাবেই মেনে নিতে পারে না। অন্য জনের কাছে তার ভালবাসাটা ছিল শুধুই একটা ব্যবহার করে ছুঁড়ে ফেলার জিনিস। কিন্তু মেয়েটা তেমনটা কখনো ভাবে না’।

কঙ্গনার মতে, তুনিশা নিজের জীবন শেষ করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এটা আত্মহত্যা নয়, খুন। এরপরেই তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন, যেভাবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পাশে দাঁড়িয়েছিলেন, যেভাবে শ্রীরাম সীতার পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবে তিনিও অনুমতি ছাড়া বহুবিবাহ, অ্যাসিড হামলা, কেটে টুকরো করার মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কড়া আইন আনুন। অপরাধীদের যেন বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, তুনিশার প্রাক্তন শিজানের চার দিনের পুলিসি হেফাজতের পর আরো দুদিন বাড়ানো হয়েছে মেয়াদ। তুনিশার কাকা পবন শর্মা সম্প্রতি পুলিসের কাছে দাবি করেছেন, শিজানের সঙ্গে আলাপের পর থেকে বদলে যেতে শুরু করেছিলেন বছর ২০-র অভিনেত্রী। তিনি দাবি করেছেন, তুনিশা ছাড়াও আরো একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন শিজান।

tunisha sharma hijab

তিনি অনুরোধ করেছেন, পুলিস যেন সব দিক দিয়ে তদন্ত করে। কারণ শিজানের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে অনেকটাই বদলে গিয়েছিলেন তুনিশা। হঠাৎ করেই হিজাব পরতে শুরু করেছিলেন তিনি।

পুলিসের তরফে জানানো হয়েছে, তুনিশা এবং শিজানের মধ্যেকার হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ মেয়ের সঙ্গে হওয়া কথোপকথন শিজান ডিলিট করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

সেই ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ এর হদিশ পেয়েছে পুলিস। ডিলিট হওয়া চ্যাট পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হবে কী এমন ছিল ওই কথোপকথনে যা মুছে ফেলেন শিজান। সেই সঙ্গে তুনিশার মৃত্যুর পরেও ওই মেয়েটির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কিনা সেটাও জানা যাবে।

সম্পর্কিত খবর

X