মুখে আঁচড়ের দাগ ভর্তি! রান্নাঘর হাতছাড়া হয়ে এ কী হাল হল সুদীপার!

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই জি বাংলার ‘রান্নাঘর’ (Rannaghor) এর শুটিং শেষ করেছেন সুদীপা চট্টোপাধ‍্যায় (Sudipa Chatterjee)। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। এর মধ‍্যেই নিজের খারাপ অবস্থার ঝলক দেখালেন ‘রান্নাঘরের রানী’। গালে আঁচড়ের দাগ, জুতোগুলোর অবস্থাও তথৈবচ। সেই অবস্থাতেই ভিডিও বানিয়ে দেখালেন সুদীপা।

সুদীপার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর গালে ভর্তি আঁচড়ের দাগ লাল হয়ে রয়েছে। পায়ের জুতোগুলোর হাল আরো খারাপ। একটায় কিছুটা কামড়ের দাগ, অন‍্যটা প্রায় অর্ধেক উধাও। শুধু সুদীপার পায়ের জুতোটা নয়, অন‍্য জুতোগুলোরও কম বেশি একই রকম অবস্থা।

Sudipa rannaghar
এমন অত‍্যাচার কে করেছে সুদীপা আর তাঁর জুতোগুলোর উপরে? এ অত‍্যাচার অবশ‍্য ভালবাসার অত‍্যাচার। আর যিনি করেছেন তিনিও বেশ আদর কাড়তে জানেন। এই কাণ্ডকারখানা করেছেন এক পুঁচকে গ্রেট ডেন। বয়স তার মাত্র ছয় মাস। কিন্তু এই বয়সেই তিনি যে তাণ্ডব করেছেন তাতে সুদীপা তাকে ‘হার্লে কুইন’ তকমা দিয়েছেন। সুদীপার গাল, মাথায় আঁচড় দিয়ে জুতোগুলোর পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন তিনি।

এই কাণ্ডকারখানার সঙ্গে ছয় মাসের বিচ্ছুকেও দেখিয়েছেন সুদীপা। অভিনেত্রীর ক‍্যামেরার সামনে বেশ নির্বিকার মুখেই তিনি ধরা দিয়েছেন। এই তাণ্ডবের ব‍্যাপারে এতটুকুও অনুতপ্ত বলেও মনে হয়নি পুঁচকেকে। ভিডিওটি শেয়ার করে ‘দোষী’কে সবার সামনে এনে কপট রাগ দেখিয়েছেন সুদীপা।

https://www.instagram.com/reel/Cms6AwVP8d7/?igshid=YmMyMTA2M2Y=

সুদীপার যে সারমেয়প্রেমী তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। একাধিক পোষ‍্য রয়েছে তাঁর বাড়িতে। চলতি বছরের মাঝামাঝি সময়ে নিজের প্রাণের চেয়ে প্রিয় ভানুকে হারিয়েছিলেন সুদীপা। প্রিয় পোষ‍্যকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি। তারপরেই তাঁদের পরিবারে আসে ভান্টু ওরফে ভানু পার্ট টু। তারপর থেকে অনেকটাই সামলে নিয়েছিলেন সুদীপা।

Niranjana Nag

সম্পর্কিত খবর