বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ৩বার ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথের সাক্ষী থেকেছিল ক্রিকেট বিশ্ব। তার মধ্যে সবচেয়ে উত্তেজক ম্যাচটি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2022) গ্রূপপর্বে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। প্রায় এক লক্ষ দর্শকের সামনে সেই ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচের উন্মাদনা দেখে এমসিজি (MCG) সম্প্রতি জানিয়ে দিয়েছে যে ভারত-পাকিস্তানের মধ্যে যদি কোনও টেস্ট সিরিজ হয়, তাহলে তারা সেটি আয়োজন করতে প্রস্তুত।
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (MCC) মুখ্য আধিকারিক স্টুয়ার্ট ফক্স তার এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন। তারা চাইছেন একটি ভারত বনাম পাক তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হোক এবং সবকটি ম্যাচই আয়োজিত হবে এমসিজিতে।
ফক্স বলেছেন, “আমরা অত্যন্ত আশাবাদী। যদি দুই দল ৩টি টেস্ট খেলে এখানে, তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। প্রত্যেক দিন স্টেডিয়ামের আসনসংখ্যা পূর্ণ থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমরা এই ব্যাপার সম্পর্কে অবহিত করেছি। ভিক্টোরিয়া সরকারকেও জানানো হয়েছে। জানি বিষয়টি সহজ নয়। কারণ দুটি দলই বর্তমানে ঠাসা সূচির মধ্যে দিয়ে যাচ্ছে।”
চলতি বছরেই পাকিস্তানের তরফ থেকে ইংল্যান্ডের লর্ডসের মাটিতে দুই দেশের মধ্যে টেস্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে পরিণত হয়নি। এক্ষেত্রেও এমসিসির এই ইচ্ছা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম। ১৫ বছর ধরে দুই প্রতিবেশী দেশ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ় খেলেনি। অদূর ভবিষ্যতে একমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ছাড়া এমনটা হওয়ার সম্ভাবনা কম।