গোটা বিশ্বে করোনা ছড়াবে চিন! ইতালির বিমানে ৫০ শতাংশরও বেশি যাত্রী ভাইরাসে আক্রান্ত

বাংলা হান্ট ডেস্ক : ভয়াবহ অবস্থা চিনে (China) প্রতিদিন কোটি কোটি মানুষের আক্রান্ত হওয়ার খবর আসছে। হাসপাতালে বেড নেই, শ্মশানে দেহ দাহ করার ব্যবস্থা নেই। নারকীয় অবস্থা। এরই মধ্যে বিমানে করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে চিন থেকে আসা মানুষ। এমনই একটি বিমানে করে চিন যাত্রী এসে নামেন ইতালিতে (Itali)। দেখা যায় সেই বিমানের ৫০ শতাংত যাত্রীই করোনা পজিটিভ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

গতকাল চিন থেকে যাত্রী নিয়ে একটি বিমান নামে ইতালির মাটিতে। চিনে বাড়বাড়ন্ত করোনা। তাই পরীক্ষা বাধ্যতামূলক। নিয়ম মাফিক পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষার যে রিপোর্ট হাতে আসে তা দেখে চোখ কপালে উঠে যায় ইতালি প্রশাসনের। এ হল সেই ইতালি যেখানে ২০২০-২১ সালের করোনা পরিস্থিতিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। রাস্তায় রাস্তায় পড়ে থাকত মৃতদেহ। আজ সেই অবস্থা চিনেরও। সেই চিন থেকে করোনা পজিটিভ যাত্রী ইতালির মাটিতে পা দেওয়ায় রীতিমতো আতংকিত প্রশাসন।

corn

গতকাল চিন থেকে আসা দুটি বিমান যাচ্ছিল মিলান শহরে। একটি বিমানে পরীক্ষা করে দেখা যায় মোট ৯২ জন যাত্রীর মধ্যে ৩৫ জন অর্থাৎ ৩৮ শতাংস ব্যক্তি করোনা পজিটিভ। অপর বিমানটিতে অবস্থা আরও খারাপ। সেখানে মোট ১২০ জন যাত্রীর মধ্যে ৬২ জন অর্থাৎ প্রায় ৫২ সতাংশ যাত্রী করোনা পজিটিভ পাওয়া গেছে। এই রিপোর্ট সামনে আসতেই গোটা বিশ্বে আতংকের পরিবেশ তৈরি হয়েছে।

এরপরই ইটালির প্রধানমন্ত্রী জানান, চিন থেকে কোনো যাত্রী ইটালিতে পৌঁছাবার পরেও বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, এই পদক্ষেপ খুবই জরুরি ছিল। করোনার নতুন প্রজাতির ভাইরাস থেকে ইটালির মানুষকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। উত্তর ইটালিতে ইতিমধ্যেই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীন থেকে আসা যে দুইটি ফ্লাইটে করোনা পরীক্ষা করা হয়, সেখানে ৪৬ শতাংশ যাত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর