তীব্র গরমে রাজ্যে আরও বাড়ছে গরমের ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ? জানাল শিক্ষা সংসদ

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। এই আবহে দু’মিনিটের জন্য বাইরে বেরনো দায়। ছাত্রছাত্রীদের মুখ চেয়ে তাই গরমের ছুটি (Summer Vacation) বাড়ানো হল। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE Summer Vacation) তরফ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে নির্দেশিকা।

গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফ থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রখর গরমের (Heatwave) কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ সকল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ মে থেকে ১১ মে অবধি বহাল থাকবে এই সিদ্ধান্ত। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে বিদ্যালয়গুলিতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে, তা এখনই কমার কোনও প্রকার সম্ভাবনা নেই। সেই কারণে বিদ্যালয়গুলি চাইলে গরমের ছুটি বহাল রাখতে পারে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে এবার বিরাট পদক্ষেপ! কাদের উড়ল ঘুম? SSC-র মাঝেই শোরগোল রাজ্যে!

এমতাবস্থায় যদি বিদ্যালয় কর্তৃপক্ষ চায়, তাহলে অনলাইন ক্লাস করানোর ব্যবস্থাও করতে পারে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রখর রোদে ছাত্রছাত্রীদের যাতে কষ্ট না হয়, সেই কারণে শিক্ষা সংসদের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পড়ুয়াদের অনেকটা সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

West Bengal school summer vacation

অন্যদিকে যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। গতকাল রাজ্যের বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আপাতত বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। খানিক বৃষ্টি এলে একটু স্বস্তি মিলবে সেটার অপেক্ষাই করছেন প্রত্যেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর