T20 বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার শক্তি ও দুর্বলতা ঠিক কি? কে হবেন রোহিতের এক্স ফ্যাক্টর প্লেয়ার?

বাংলা হান্ট ডেস্ক: আগামী জুন মাসে সম্পন্ন হতে চলা T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে থাকা ওই দলে নির্বাচকরা কোনো ঝুঁকি না নিয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা প্রকাশ করেছেন। তবে তা সত্বেও দলে এমন অনেক বিষয় রয়েছে যা বেশ উদ্বেগজনক।
মূলত, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে চলা T20 বিশ্বকাপে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা রোহিত শর্মার পক্ষে সহজ হবে না। এর পাশাপাশি কিছু খেলোয়াড়ের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। কেএল রাহুলের দলে না থাকার বিষয়টিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপের জন্য নির্বাচিত টিম ইন্ডিয়ার শক্তি এবং দুর্বলতার বিষয়গুলি।

ভারতীয় দলের শক্তি: বিশ্বকাপের জন্য ভারতীয় দলের শক্তির বিষয়ে জানাতে গেলে বলতে হয়, এই স্কোয়াডে রয়েছন জসপ্রীত বুমরাহর মতো খেলোয়াড়। বুমরাহ বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। এছাড়া ফিরছে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের জুটি।এদিকে, চোট থেকে সেরে উঠেছেন সূর্যকুমার যাদব। দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। IPL-এর এই মরশুমে ৫০০-র বেশি রান করেছেন বিরাট। এর পাশাপাশি অধিনায়কত্ব করবেন রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়। ওপেনিংয়ে যদি তাঁর ব্যাট কাজ করে সেক্ষেত্রে তিনি যেকোনও দলের বিপদ বাড়িয়ে দিতে পারেন। এই খেলোয়াড়রা T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় শক্তি হতে চলেছে।

Who will be Rohit's X factor player for T20 World Cup.

দলের দুর্বলতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতীয় দল ভালো অলরাউন্ডারের অভাবে ভুগছে। পাশাপাশি, দলে এমন খেলোয়াড় নেই যাঁরা হঠাৎ করে ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারেন। দলের একমাত্র ফাস্ট বোলার-অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া। যাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। তবে তাঁকে বর্তমান ফর্মের ভিত্তিতে নয় বরং অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে। এমতাবস্থায়, মিডল অর্ডারে, ভারতীয় দলে স্পষ্টতই এমন খেলোয়াড়ের অভাব রয়েছে যাঁরা দ্রুত রান তুলতে সক্ষম।

আরও পড়ুন: “বেচারা” রিঙ্কুর প্রতি হল চরম অবিচার! কেন T20 বিশ্বকাপে সুযোগ পেলেন না তিনি? সামনে এল কারণ

এছাড়া, খুব একটা ছন্দে নেই মোহাম্মদ সিরাজও। অর্শদীপ সিংও অনেকবার রান দিয়ে ফেলেন। বিশেষ করে শেষ ওভারগুলিতে তিনি রান দিয়ে দেন। এই কারণেই চোটের মধ্যে থাকা মোহাম্মদ শামিকে মিস করছে এই দল। শুধু তাই নয়, দলের অধিকাংশ খেলোয়াড়ের ফিল্ডিংও মাঝারি মানের।

আরও পড়ুন: ঘোষণা হলেও নয় চূড়ান্ত? T20 বিশ্বকাপের জন্য এখনও বদলাতে পারে টিম ইন্ডিয়া! নিয়ম রয়েছে ICC-র

রোহিতের ফর্ম চিন্তার বিষয়: রোহিত শর্মা IPL ২০২৩-এ সেঞ্চুরি করলেও তাঁর ফর্ম একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দলে এমন খেলোয়াড়ের অভাব আছে যাঁরা শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেন। এই দলের টপ অর্ডার অনেকাংশে সেই দলগুলির মত যারা গত ২ টি T20 বিশ্বকাপ জিততে পারেনি। এদিকে, লোয়ার অর্ডার ব্যাটাররা বেশি রান করতে পারবেন কি না তাতে সন্দেহ রয়েছে। কারণ টপ অর্ডারের খেলোয়াড়রা তাড়াতাড়ি আউট হলে সেক্ষেত্রে লোয়ার অর্ডারে চাপ বাড়বে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর