গরমের ছুটিতে জনারণ্য দার্জিলিংয়ে! ‘ঝোপ বুঝে কোপ’ গাড়ি চালকদের, এতটা বাড়ল ভাড়া

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গে হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। সূর্যিমামা ফুল ফর্মে নিজের খেয়াল দেখাতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় বঙ্গবাসীর কাছে একটাই স্বস্তির জায়গা, আর সেটা হল দার্জিলিং (Darjeeling)। সেখানে অবশ্য এখনও সন্ধ্যাবেলায় ভরসা রাখতে হচ্ছে সোয়েটারে। যদিও, সকাল দুপুরে দার্জিলিঙে ঘোরাঘুরি করলে গায়ে অবশ্য শীতের কোনো কিছুই চাপানোর দরকার নেই।

ফলে সব মিলিয়ে বলা যায়, দার্জিলিং এখন ফার্স্ট ক্লাস ওয়েদার। আর সেই জন্যেই গ্রামের হাত থেকে দুদিনের স্বস্তি পেতে পাহাড়মুখী হচ্ছে আমজনতা। এদিকে, সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় বহু ক্ষেত্রেই দার্জিলিংগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। কিন্তু তাতে কী! ধর্মতলা থেকে বাস ধরে অনেকেই পৌঁছে যাচ্ছেন শিলিগুড়ি। সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই সোজা দার্জিলিং।

আরোও পড়ুন : বাদ পড়ছে ৭ টি চার্জ, এবার ভাড়া কমছে বিমান সফরের? যাত্রীদের জন্য বড় খবর

আর দার্জিলিং পৌঁছলেই চোখে পড়ছে ভিড়ে ঠাসা ম্যাল। শুধু তাই নয়, দার্জিলিংয়ে শীত পোশাকের দোকানগুলোতে একেবারে ঠাঁই নেই অবস্থা। সোয়েটার, টুপির দরদাম চলছে পুরোদমে। পাশাপাশি দার্জিলিংয়ে ভোট পর্ব মিটে যেতেই একেবারে যেন গড়িয়াহাটের ভিড়। সেই সঙ্গেই দার্জিলিং শহরে বাড়ছে যানজট। কিন্তু পর্যটক বাড়তেই বাড়ছে হোটেল ভাড়া। বাড়ছে গাড়ি ভাড়া।

আরোও পড়ুন : দিঘা টু দার্জিলিং, এবার কনফার্ম হবে টিকিট! গরমের ছুটিতে একগাদা ট্রেন দিল রেল, দেখুন তালিকা

মূলত যেটা দেখা যাচ্ছে, এনজেপি, বাগডোগরা বা শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং যাওয়ার যে গাড়িগুলি মিলছে তাতে ভাড়া ১০০০ থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। এদিকে পর্যটকদের এত ভিড় যে বেশি টাকায় গাড়ি ভাড়া না নিলে উপায়ও নেই। ইতিমধ্যেই, পর্যটন সংস্থাগুলির তরফে আগে থেকে হোটেল বুক করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

darjeeling

তবে, একটা কথা মাথায় রাখতে হবে, দার্জিলিং বা সেই সংলগ্ন কোন অফবিট জায়গায় আগে থেকে হোটেল বা হোমস্টে বুক না করে গেলে রুম না পাওয়ার সমস্যায় পড়তে হতে পারে পর্যটকদের। তবে আগে থেকে বুক করে গেলে কর্তৃপক্ষের তরফে গাড়ি পাঠানো হয়। তবে অতিরিক্ত গাড়ি ভাড়া সংক্রান্ত ব্যাপারে কোথাও কোনও অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর