দিঘা টু দার্জিলিং, এবার কনফার্ম হবে টিকিট! গরমের ছুটিতে একগাদা ট্রেন দিল রেল, দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটিতে বহু মানুষ ঘুরতে যান বাইরে। এই অবস্থায় ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তবে এই আবহে রেলের (Indian Railways) পক্ষ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। দার্জিলিং এবং দীঘার জন্য ৯ জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে রেল। এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে দক্ষিণবঙ্গ ও অন্যান্য স্টেশন থেকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেইসব ট্রেনের সময়সূচি।

একটি স্পেশাল ট্রেন (Special Trains) যাতায়াত করছে মালদা ও দীঘার মধ্যে। প্রতি শনিবার মালদা টাউন থেকে দুপুর ১টা ২৫ মিনিটে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় ০৩৪৬৫ নম্বর ট্রেনটি। প্রতি রবিবার ভোর ৫টার সময় দীঘার উদ্দেশ্যে ০৩৪৬৬ ট্রেনটি রওনা দেয়।

অন্য দুটি স্পেশাল ট্রেন যাতায়াত করছে সাঁতরাগাছি ও দীঘার মধ্যে। রবিবার সাঁতরাগাছি থেকে ০২৮৯৭ নম্বর ট্রেনটি সকাল ৮:১০ মিনিটে ছাড়বে। প্রতি শনিবার সকাল ৯:১০ মিনিটে ০২৮৪৭ নম্বর ট্রেনটি দীঘার উদ্দেশ্যে ছাড়বে। শনিবার এবং রবিবার দুপুর ১:১০ মিনিটে সাঁতরাগাছির উদ্দেশ্যে এই ট্রেন দুটি ছাড়বে।

আরোও পড়ুন : বাজার শেষ রামদেবের! ব্যানড আই ড্রপ-সহ পতঞ্জলির ১৪ টি প্রোডাক্ট! দেখুন তালিকা

০৩১০৫ নম্বর ট্রেনটি প্রতি শুক্রবার শিয়ালদা থেকে সকাল ৯ টায় ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় সন্ধ্যা ৭টা ১০মিনিটে। জলপাইগুড়ি থেকে প্রতি রবিবার ট্রেন নম্বর
০৩১০৬ ছাড়বে রাত ১২:৩০ মিনিটে এবং শিয়ালদা পৌঁছাবে দুপুর ১ টায়।

হাওড়া স্টেশন থেকে প্রতি রবিবার সকাল সাড়ে সাতটায় ছাড়বে ১৫৬৪৩ ট্রেনটি ও সন্ধ্যা ৬:৫৫ মিনিটে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে প্রতি শুক্রবার ছাড়বে ১৫৬৪৪ নম্বর ট্রেনটি এবং সেটি হাওড়ায় এসে পৌঁছাবে রাত ১২টায়।

আরোও পড়ুন : জনপ্রতি প্রয়োজন ৪৫০ লিটার জল! এই বিপুল চাহিদা মিটবে কী করে? চিন্তায় কলকাতা পুরসভা

হাওড়া থেকে প্রতি বুধবার রাত ১১ঃ৫৫ মিনিটে ছাড়বে ০৩০২৭ নম্বর ট্রেন এবং সেটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ১০:৪৫ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে প্রতি বৃহস্পতিবার ০৩০২৮ ট্রেনটি দুপুর ১২:৪৫ মিনিটে ছাড়বে এবং সেটি হাওড়া এসে পৌঁছাবে ১২:১০ মিনিটে।

প্রতি শুক্রবার দুপুর ৩ টায় কলকাতা স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে ০৫৬৪০ নম্বর ট্রেনটি এবং সেটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে ভোর ৩:৩০ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে ০৫৬৩৯ ট্রেনটি প্রতি শুক্রবার রাত ১২ঃ৪০ মিনিটে ছাড়বে এবং কলকাতা স্টেশনে এসে পৌঁছাবে দুপুর ১টায়।

train 6 16328366744x3

প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ০২৫১৭ ট্রেনটি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে রাত ৯:৪০ মিনিটে এবং এই ট্রেন নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ৭:৪৫ মিনিটে। প্রতি রবিবার ০২৫১৮ ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ভোর ৪:৩৫ মিনিটে এবং কলকাতায় পৌঁছাবে দুপুর ২:৩০ মিনিটে।

কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে প্রতি রবিবার ০২৫০১ ট্রেনটি ছাড়বে রাত ৯:৪০ মিনিটে। সকাল ৭ টা ৪৫ মিনিটে এই ট্রেন পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। ০৫৯৩২ ট্রেনটি দুপুর ১১ টায় পৌঁছাবে কলকাতা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর