ED-র ডাকে সাড়া দেননি! এবার CBI স্ক্যানারে শাহজাহানের ভাই, চরম পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির!

বাংলা হান্ট ডেস্কঃ বিগত প্রায় পাঁচ মাস ধরে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। ইডি পেটানোর ঘটনার পর থেকেই এই জায়গা নিয়ে চলছে চর্চা। গত শুক্রবার আবার এখান থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রভাণ্ডার। এবার ফের সন্দেশখালিতে হাজির হল সিবিআই (Central Bureau of Investigation)। শাহজাহান শেখের ভাই শেখ সিরাজউদ্দিনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।

বুধবার সকালে ফের একবার সন্দেশখালি হানা দেন সিবিআই (CBI) আধিকারিকরা। সরবেড়িয়ায় শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়ির সামনে যান কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সিরাজের (Sheikh Sirajuddin) বাড়িতে গিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। তবে তালাবন্ধ বাড়ির ভেতর থেকে কোনও সাড়া আসেনি। তাই বাড়ির বাইরে নোটিশ সাঁটিয়ে চলে আসেন গোয়েন্দারা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার তথা ৩ মে শাহজাহানের ভাই সিরাজকে তলব করা হয়েছে। জানা যাচ্ছে, সিরাজউদ্দিন পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার। এলাকায় তাঁর একটি ক্লিনিকও রয়েছে। তবে সন্দেশখালি ঘটনা শিরোনামে উঠে আসার পর থেকেই তিনি ‘গায়েব’।

আরও পড়ুনঃ যোগীর সভায় যাওয়াই কাল হল! সিউড়িতে BJP কর্মীদের সঙ্গে… ঘটনা শুনলে শিউড়ে উঠবেন!

কেন্দ্রীয় এজেন্সি ইডির তরফ থেকে সিরাজকে তলব করা হয়েছিল। তবে সেই ডাকে তিনি সাড়া দেননি। এরপর ইডির তরফ থেকে সিরাজের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়। ইডির ডাক এড়ানোর পর এবার সিবিআই স্ক্যানারে তিনি। শাহজাহানের ভাইকে এবার ডেকে পাঠালো কেন্দ্রীয় এজেন্সি।

উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র। এরপর বিকেলে খবর দেওয়া হয় এনএসজিকে। ‘ক্যালিবাল’ যন্ত্র দিয়ে বোমার খোঁজে চালানো হয় তল্লাশি।

Central Bureau of Investigation CBI Sheikh Shahjahan

জানা যাচ্ছে, গত শুক্রবার উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে সিবিআইকে রিপোর্ট দিয়েছে এনএসজি। সেই ঘটনা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সিবিআই এবং ইডির তরফ থেকে আলাদা আলাদা করে আদালতে দাবি করা হয়, সন্দেশখালিতে দখল করা জমির টাকা দিয়েই অস্ত্রশস্ত্র কেনা হয়েছে। আবু তালেব মোল্লার বাড়ি থেকে শাহজাহানের নামের একটি রসিদ উদ্ধার হয়েছে বলে খবর। তাই বেআইনি অস্ত্রশস্ত্রের কারবারের সঙ্গে শাহজাহানরা যুক্ত ছিলেন কিনা সেই দিকটিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর