এক মাসের লড়াইয়ের অবসান, প্রয়াত হলেন সলমনের ছবির প্রযোজক

বাংলাহান্ট ডেস্ক: থামার নয় মৃত্যু মিছিল। বর্ষীয়ান অভিনেত্রী রাজিতা কোছারের পর প্রয়াত হলেন বলিউডের নামী প্রযোজক নীতিন মনমোহন (Nitin Manmohan)। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রায় এক মাস মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রযোজক।

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর গত ৩ রা নভেম্বর মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন প্রযোজক নীতিন মনমোহন। তাঁর বন্ধু প্রযোজক কালিম খান প্রথম দুঃসংবাদটা ফাঁস করেন সংবাদ মাধ্যমে। তিনিই জানান, একটা লম্বা সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ১৫ দিন ধরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল নীতিনকে।

   

nitin manmohan

প্রথমে জানা গিয়েছিল, তাঁর শারীরিক পরিস্থিতি খুব একটা সঙ্কটজনক না হলেও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছিল। প্রযোজকের মেয়ে প্রাচী পরে জানিয়েছিলেন, তাঁর বাবার অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। চিকিৎসকদের একটা টিম সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে। কিন্তু শেষরক্ষা করা যায়নি। সেরা চিকিৎসা ব্যবস্থা সত্ত্বেও ফেরানো গেল না প্রযোজককে।

গত ৩ রা নভেম্বরই দুবাই থেকে দেশে ফিরে এসেছিলেন নীতিনের ছেলে সোহম। এতদিন ধরে বাবার পাশে হাসপাতালেই ছিলেন তিনি। গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে প্রযোজকের পরিবার তথা বলিউড ইন্ডাস্ট্রিতে।

প্রযোজক হিসাবে বেশি নামডাক থাকলেও নীতিন মনমোহন একাধারে ছিলেন পরিচালক, চিত্রনাট্যকারও। বোল রাধা বোল, শূল, আর্মি, দশ, লভ কে লিয়ে কুছ ভি করেগা, ইয়ামলা পাগলা দিওয়ানা, রেডি-র মতো ছবির প্রযোজনা করেছেন নীতিন মনমোহন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর