ফেসবুকে ভিডিও বানিয়েই হাতে আকাশের চাঁদ, এবার বলিউডে করনের ছবিতে সুযোগ পেলেন ঝিলম!

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার হাল হকিকতের খবর যারা রাখেন তাদের কাছে ঝিলম গুপ্ত (Jhilam Gupta) নামটা খুবই সুপরিচিত। দৈনন্দিন জীবনের অত‍্যন্ত সাধারণ ঘটনা নিয়েই তিনি মজার মজার দৃষ্টিভঙ্গি দিয়ে ভিডিও বানান। খুব কম সময়েই সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন ঝিলম। ‘দাদাগিরি’তেও দেখিয়েছেন মুখ। এবার বেশ বড় দাঁও মারলেন ঝিলম।

ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, বলিউড থেকে ডাক পেয়েছেন ঝিলম। করন জোহরের প্রযোজনায় একটি হিন্দি সিরিজে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সিরিজের পরিচালক কলিন ডি’কুনহা। জানা যাচ্ছে, একটি অ্যান্থোলজি সিরিজের একটি গল্পে পরিচালনা করতে চলেছেন কলিন। সেই গল্পেই একটি ছোট চরিত্রে অভিনয়ের জন‍্য ডাক পেয়েছেন ঝিলম।

jhilam gupta
পরিচালক নাকি ইতিমধ‍্যেই কলকাতায় এসে ঝিলমের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে গিয়েছেন। মুম্বই বা কলকাতায় হতে পারে সিরিজের শুটিং। তবে বিষয়টা নিয়ে এখনো সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খোলেননি ঝিলম। তাতে অবশ‍্য কানাঘুঁষো থেমে নেই। খবর যদি সত‍্যি হয় তাহলে সেটা যে ঝিলমের অনুরাগীদের কাছে অত‍্যন্ত আনন্দের বিষয় হবে তা বলার অপেক্ষা রাখে না।

ঝিলমের কাছে অবশ‍্য অভিনয় এই প্রথম নয়। এর আগে পরিচালক পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’তে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে ছিলেন আরো এক জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত ওরফে বং গাই। ‘বাঁকুড়া মিমস’ খ‍্যাত উন্মেষ গঙ্গোপাধ‍্যায়ও অভিনয় করেছেন ওয়েব সিরিজে। তবে বাংলার কোনো কনটেন্ট ক্রিয়েটরের বলিউডে সুযোগ পাওয়া, তাও আবার করন জোহরের মতো প্রথম সারির প্রযোজকের ছবিতে তা সম্ভবত এই প্রথম।

প্রসঙ্গত, অনেকদিন পর পরিচালনায় ফিরেছেন করন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির হাত ধরে পরিচালক হিসাবে কামব‍্যাক করতে চলেছেন তিনি। এই ছবিতেও রয়েছেন একাধিক বাঙালি অভিনেতা অভিনেত্রী। রণবীর সিং এবং আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ‍্যায়রা।

Niranjana Nag

সম্পর্কিত খবর