বিজেপির সস্তার রাজনীতি! অরিজিৎ-বিতর্কে স্পষ্ট জবাব দিয়ে দিলেন কুণাল ঘোষ

বাংলাহান্ট ডেস্ক: ‘প্রজাপতি’ বিতর্ক শেষে এবার চর্চায় নতুন নাম অরিজিৎ সিং (Arijit Singh)। আগামী বছরের শুরুর দিকেই বলিউড গায়কের শো হওয়ার কথা রয়েছে কলকাতায়। ইকো পার্কে শো টি বাতিল হওয়ার খবরে সরগরম রাজনৈতিক তথা বিনোদন জগৎ। বিজেপির অভিনব অভিযোগ, KIFF এর মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গাওয়ার জন্যই নাকি রাজ্যের শাসক দলের রোষের মুখে পড়েছেন অরিজিৎ। এবার বিরোধীদের পালটা তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, অরিজিৎ সিং ‘গেরুয়া’ গেয়েছেন গত ১৫ ডিসেম্বর তারিখে। আর গায়কের অনুষ্ঠান বাতিল হওয়ার পর অগ্রিম তিন লক্ষ টাকা হিডকোর তরফে আয়োজকদের ফেরত দেওয়া হয়েছে গত ৮ ডিসেম্বর তারিখে। তাহলে গেরুয়া প্রসঙ্গ আসে কীকরে? প্রশ্ন কুণালের। সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, ৯ তারিখেই অরিজিতের টিমের তরফে অ্যাকোয়াটিকা বুক করার জন্য ১ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।

kunal

বৃহস্পতিবার জায়গাটা পরিদর্শন করা হয়েছে বলে জানান কুণাল ঘোষ। বিজেপি সস্তার রাজনীতি করছে। এরপরেই তৃণমূল মুখপাত্র জানিয়ে দেন, অ্যাকোয়াটিকাতেই হচ্ছে অরিজিতের অনুষ্ঠান। পাশাপাশি বাম বিজেপিকে একসঙ্গে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, শকুনের রাজনীতি চলছে।

arijit singh eco park

অতি সম্প্রতি হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের কণ্ঠে অবশ্য অন্য রকম সুর শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিতের কনসার্টের জন্য কোনো রকম লিখিত আবেদন করে অনুমতিই নেয়নি আয়োজক সংস্থা। তাহলে অনুমতির প্রশ্ন উঠছে কোথা থেকে? সেই সঙ্গে তিনি এও বলেছিলেন, টিকিটের ক্রেতারা চাইলে আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই পারেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর