বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ এ ভারতীয় দলকে অত্যন্ত বেশি ক্রিকেট খেলতে হবে। প্রথম তিন মাসেই দেশের মাটিতে এত গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে যে নিশ্বাস ফেলার সময় পর্যন্ত পাবেন না বিরাট কোহলিরা। প্রথমে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে। এরপর আরম্ভ হবে আইপিএলের ১৬তম মরশুম। ফলে ভারতীয় দলে একাধিকবার হয়তো রোটেশন পদ্ধতির ব্যবহার দেখা যাবে।
কিন্তু এই মুহূর্তে ভারতীয় দল (Team India) যেন পরিণত হয়েছে মিনি হাসপাতালে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে প্রধান পেসার মহম্মদ শামি (Md. Shami), চোটের জন্য একাধিক ক্রিকেটার মাঠে বাইরে। হিসেব করে দেখা গিয়েছে এই মুহূর্তে যতজন ভারতীয় ক্রিকেটের মাঠের বাইরে রয়েছে তাদেরকে দিয়ে আরাম করে একটি শক্তিশালী একাদশ করে ফেলা যায়। এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা আপাতত
চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছে।
রোহিত শর্মা: দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে ভুগছেন তিনি। ভারতীয় অধিনায়ক রোহিত নিজের সাম্প্রতিক চোটটি পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে। ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। খুব সম্ভবত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠে নামতে পারবেন তিনি।
যশপ্রীত বুমরা: ২০২২-এর শেষ ভাগটা পুরোপুরি চোটের জন্য মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার। পিঠের চোটের কারণে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। এখনও তিনি কবে মাঠে ফিরতে পারবেন তার কোনও ঠিক নেই।
রবীন্দ্র জাদেজা: তারকা ভারতীয় অলরাউন্ডার এশিয়া কাপে হাঁটুর চোট পাওয়ার পর ছিটকে গিয়েছেন ভারতীয় দল থেকে। জাদেজা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বিসিসিআই।
মহম্মদ শামি: আচমকাই বাংলাদেশ সিরিজের আগে কাঁধের চোট পেয়ে ছিটকে গিয়েছেন শামি। অস্ট্রেলিয়া সিরিজের আগে তার দলে ফেরার সম্ভাবনা কম। প্রয়োজনে বিশ্রাম নিতে পারেন আইপিএল থেকেও।
রিশভ পন্থ: দুর্ভাগ্যজনকভাবে চোটের কবলে পড়েছেন তারকা ভারতীয় উইকেট রক্ষক। চার থেকে ছয় মাস আপাতত মাঠের বাইরে থাকতে হবে গাড়ি দুর্ঘটনার কমলে পড়া রিশভ পন্থকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের পার্টিতে আয়োজিত হতে চলা গুরুত্বপূর্ণ সিরিজটি মিস করবেন তিনি।
দীপক চাহার: ভারতীয় দলের হয়ে গত এক বছরে বেশি মাঠে নামতে পারেননি দীপক। পেশির চোটের কারণে তিনি দীর্ঘ ৬ মাস মাঠের বাইরে ছিলেন ২০২২-এর শুরু থেকে। তারপরে মাঠে ফিরেছিলেন কিন্তু বছর শেষে এসে ফিরে ফের একবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি।
নভদীপ সাইনি: শামির অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে সুযোগ পেয়েছিলেন এই দীর্ঘদেহী পেসার। কিন্তু পিসির চোটের কারণে ফের একবারও তিনি ঘরোয়া ক্রিকেট এবং ভারতীয় দলে ফেরার সম্ভাবনা থেকে আপাতত দূরে রয়েছে।
প্রসিদ্ধ কৃষ্ণা: গত বছর ভারত সীমিত সংখ্যক ওটিআই সিরিজ খেলেছে এবং তার মধ্যে বেশ কয়েকটি অংশ ছিলেন এই তরুণ পেসার। ওডিআই বিশ্বকাপের বছরে সুযোগ পেলে নিজেকে প্রমাণের আশায় ছিলেন তিনি। হবে বুমরার মতোই আপাতত পিঠের চোটের কারণে মাঠের বাইরে তিনি।