বাংলা হান্ট ডেস্কঃ ২২ পেরিয়ে এখন ২৩! বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। দিন কয়েকের অপেক্ষা মাত্র। আটঘাট বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। বলাবাহুল্য, রাজ্যের শাসকদলের প্রস্তুতির জোর খানিক বেশিই লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র। সেই রেশ বজায় রেখেই এবার ভোটপূর্বে নয়া পরিকল্পনা নিয়ে হাজির তৃণমূল (Trinamool Congress)। পূর্বের দিদিকে বলো পর্বের পর এবার ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) নিয়ে হাজির তৃণমূল বাহিনী।
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময়ে নতুন স্লোগান বের করেছিল শাসকদল, ‘দিদিকে বলো’। এই স্লোগানের নেপথ্যে ছিলেন তৃণমূলের মাস্টার মাইন্ড প্রশান্ত কিশোর। আর এবার সেই স্লোগান ধারা বজায় রেখেই নতুন স্লোগান নিয়ে আসতে চলেছে শাসকদল।
তবে কেন এই অভিযান? পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের মানুষের খাদ্য, বাসস্থান, রোজগার, চিকিৎসা, শিশু কল্যাণ, যুব কল্যাণের মতো বিষয় নিয়ে রাজ্যবাসীর দুর্ভাবনা দূর করতেই এই স্লোগান আনা হয়েছে। সূত্রের খবর, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, লক্ষ্ণীর ভাণ্ডারের মতো সামাজিক সুরক্ষার প্রকল্পগুলোকেই রক্ষা কবচের আওতায় রাখা হবে। তবে শুধু তৃণমূলই নয়, একসময় নির্বাচনকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিজেপির জনপ্রিয় স্লোগান ছিল -‘মোদী হ্যায় তো মুনকিম হ্যায়।’
শাসকদল সূত্রে খবর, পঞ্চায়েত ভোট পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগের উপর আরও বেশি জোর দিতে চাইছেন। রাজ্যের সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখেই দলীয় কর্মীদের আরও বেশি জনসংযোগের বার্তা দিয়েছে উচ্চ নেতৃত্ব। এককথায়, নিচুতলায় বিচ্ছিন্নতা দূর করতেই শাসকদলের এই পদক্ষেপ।