বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে চোটের কবলে ভুগছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জন্য তিনি মাঠে নামতে পারেননি গত বছরের এশিয়া কাপ (Asia Cup 2022) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2022)। দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভাব তীব্রভাবে অনুভব করেছে ভারতীয় দল (Team India)। অনেককেই তার জায়গায় খেলিয়ে দেখা হয়েছে কিন্তু কেউই তার অভাব পূরণ করতে পারেননি।
কিন্তু নতুন বছরের শুরুতেই সুখবর দিল বিসিসিআই (BCCI)। নিজের চোট আঘাত কাটিয়ে ফের এই জানুয়ারি মাসেই মাঠে ফিরতে প্রস্তুত বুমরা। শেষবার তিনি মাঠে নেমে ছিলেন অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেপ্টেম্বর মাসে। সেই সিরিজ চলাকালীনই ফের চোট পেয়ে বিশ্বকাপের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। চলতি বছরে দেশের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। বুমরার প্রয়োজন সেই বিশ্বকাপে রোহিতদের কাছে অত্যন্ত বেশি তা বলাই বাহুল্য।
দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাব করেছেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে সেই সিরিজের যে তিনি তিনটি ম্যাচই খেলবেন এমনটা কোথাও উল্লেখ করা হয়নি। তাই আশঙ্কা করা হচ্ছে যে পরিস্থিতির গুরুত্ব বুঝে তবেই তাকে ব্যবহার করবেন অধিনায়ক রোহিত শর্মা। তাকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের আপডেটেড স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।