জানুন ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের করা সবচেয়ে গতিশীল ৫টি ডেলিভারি সম্পর্কে! তালিকায় ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে একটি। এই খেলার দর্শকরা বরাবরই ব্যাট এবং বলের মধ্যে দ্বৈরথ অত্যন্ত উপভোগ করে থাকেন। খেলাটির প্রাথমিক পর্যায়ে পেসারদের গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। কিন্তু যত দিন এগিয়েছে ততই স্পিনারদের গুরুত্ব বেড়েছে। ভগবত চন্দ্রশেখর, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলিধরন থেকে শুরু করে হালের রবি অশ্বিন, ন্যাথান লিয়নরা ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছেন। স্পিনাররা সাধারণত নিজেদের টার্ন করার বৈচিত্র্য দিয়ে নিজেদের ভয়ংকর করে তোলেন। কিন্তু আজকালকার ব্যাটিং সর্বস্ব ক্রিকেটে যোগে তাদের শুধুমাত্র স্পিনের ভরসায় থাকলে হয় না। ব্যাটারদের চমকে দিতে মাঝেমধ্যে তারা একই বোলিং অ্যাকশন বজায় রেখে গতির সাহায্য নিয়ে থাকেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো স্পিনারদের করা সবচেয়ে গতিসম্পন্ন ৫টি ডেলিভারির কথা:

shadab khan

শাদাব খান: ২০১৯ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি অনেকেরই মনে থাকবে। সেই হাড্ডাহাড্ডি ম্যাচে পাকিস্তান শেষ পর্যন্ত ১৪ রানে জয় পেয়েছিল। ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছিল রুটের শতরান। কিন্তু শাদাব খান তাকে চমকে দিয়ে ১১১ কিমি/ঘন্টা গতিতে একটি বল করেন এবং রুট সেই দলটির গতি না বুঝে খেলতে গিয়ে মহম্মদ হাফিজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

IMG 20210727 163626

ক্রুনাল পান্ডিয়া: ২০২০ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দিল্লির অজি ব্যাটার মার্কস স্টোইনিসকে চমকে দেওয়ার জন্য ক্রুনাল একটি বল করেছিলেন যেটির গতি ছিল ঘন্টায় ১১২.৫ কিমি/ঘন্টা। যদিও এই বলটিতে উইকেট পাননি তিনি।

chawla ians kkr

পীযুষ চাওলা: তিনি মূলত পরিচিত নিজের ফ্লাইটেড গুগলি এবং লেগ স্পিনগুলির জন্য। কিন্তু আইপিএলে যখন তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতেন তখন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি গতি দিয়ে চমকে দিয়েছিলেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে। তার ১১৭ কিমি/ঘন্টায় করা বলের লাইন বুঝতে ভুল করে নিজের উইকেট হারিয়েছিলেন অজি তারকা।

kumblecoachfb story 647 061516051856

অনিল কুম্বলে: সর্বকালের সেরা স্পিনারদের একজন অনিল কমলে নিজের স্পিন দক্ষতার পাশাপাশি মাঝেমধ্যে গতিও ব্যবহার করতেন প্রতিপক্ষ ব্যাটারদের চমকে দেওয়ার জন্য। তিনি একবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মার্কাস ট্রেসকোথিকের বিরুদ্ধে একটি বল করেছিলেন যার গতি ছিল ঘন্টায় ১১৮ কিমি। বলটি আদতে ছিল একটি ইয়র্কার এবং সেটি ইংল্যান্ড ব্যাটারকে বোল্ড করে দেয়।

shahid afridi asa

শাহিদ আফ্রিদি: ক্রিকেটের ইতিহাসে একজন স্পিনারের করা সর্বোচ্চ গতির বলের রেকর্ডটি রয়েছে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার এর নামে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি বর্তমান কিউই টেস্ট অধিনায়ক টিম সাউথের বিরুদ্ধে এমন একটি বল করেছিলেন যেটির গতি ছিল ঘন্টায় ১৩৪ কিমি। আজ অবধি কোন স্পিনার এর ইচ্ছে জোরে বল করেননি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর