মাস্টারস্ট্রোক মমতার! ‘দূত” নিয়ে জনগণের দুয়ারে যাবেন খোদ মুখ্যমন্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিন আগে “দিদির সুরক্ষা কবচ” ও “দিদির দূত” নামক কর্মসূচীর ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেন যে এই কাজে তিনি স্বয়ং নামবেন পথে। এবার তিনি তাঁর কথা রাখতে চলেছেন। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশীষ কুমার বুধবার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে।

আগামী ১১ই জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার দশটি বিধানসভা কেন্দ্রে পালিত হবে ‘দিদির সুরক্ষা কবচ”  কর্মসূচি। দলকে জানানো হবে কোন কোন প্রকল্পের সুবিধা কারা কারা পাননি। এছাড়াও জানবার চেষ্টা করা হবে সাধারণ মানুষের কি কি সমস্যা রয়ে গেছে। তৃণমূল কংগ্রেস মনে করছে এক কেন্দ্রের বিধায়ক অন্য কেন্দ্রে গেলে মানুষ মন খুলে তাঁদের সাথে কথা বলতে পারবেন।

কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে কে যাবেন? বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় জেলে। এরফলে সবার মনে কৌতুহল পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দূত হিসেবে পাঠাবেন। দলে তরফ থেকে জানতে চাওয়া হবে এই এলাকার মানুষের মনে কোনও ক্ষোভ আছে কিনা। এছাড়াও দেবাশীষ কুমার জানিয়েছেন মুখ্যমন্ত্রী বেহালা পশ্চিমের জন্যও আলাদা করে একজনকে বাছতে চলেছেন।

mamata

সূত্রের খবর, এই এলাকায় নিয়ে আসা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হল আজ বুধবার, দক্ষিণ কলকাতায়। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে। রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত ভোটের আগে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X