বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই কেন্দ্রের (Central Government) বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাগর থেকে তিনি বলেন, “সব সুবিধা পাচ্ছে কুম্ভমেলা। কিন্তু কেন অবহেলিত হচ্ছে গঙ্গাসাগর মেলা? বঞ্চিত কেন থাকবে?” এছাড়াও ১০০ দিনের কাজের টাকার না আসা নিয়ে কেন্দ্রকে এদিন এক হাত নেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাশাপাশি তিনি তোপ দেগেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের পশ্চিমবঙ্গ সফর নিয়েও।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “অভিযোগ আসার সাথে সাথেই তদন্ত করেছি আমরা। যাদের তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম দিয়েছেন আমরা তাদের নাম কেটে দিয়েছি। গ্রামীন আবাস যোজনার নামে টাকা নিয়ে নিয়েছে বিজেপি (Bharatiya Janata Party) নেতারা। আমরা কেটে দিয়েছি সবার নাম।” একই সাথে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “যদি কোনও অভিযোগ থাকে দুয়ারে সরকারে জমা দিন। সরকার সেই অভিযোগের ব্যবস্থা নেবে।”
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ৫০ লক্ষ পরিবারের আবাস যোজনা টাকার ডিমান্ড ছিল। কিন্তু সেই টাকা কেন্দ্র দেয়নি। আমরা মাত্র কিছু সময়ের মধ্যেই ১১ লক্ষের কাছাকাছি বাড়ি করে দিয়েছি মানুষকে। এছাড়াও মুখ্যমন্ত্রীর দাবি, সঠিকভাবে তদন্তের জন্য আবাস যোজনা থেকে ১৭ লক্ষ ভুয়ো নাম বাদ দেওয়া গেছে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী পেট্রোল-ডিজেলের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। দেশে বেকারত্বের হার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রাম দিয়ে যাওয়ার সময় ৭০ বছরের এক বৃদ্ধাকে তিনি সরকারি পরিষেবা পাওয়া নিয়ে প্রশ্ন করেন। সেই উত্তরে বৃদ্ধা বলেন তিনি সব পরিষেবা পেলেও কন্যাশ্রী পাননা। তখন মুখ্যমন্ত্রী সেই বৃদ্ধাকে বলেন, “এই পরিষেবা ছোটদের জন্য। যারা পড়াশোনা করেন তাদের জন্য।” এরই সাথে মুখ্যমন্ত্রীর সংযোজন, মানুষের সাথে কথা বলতে গিয়ে রেগে গেলে হবে না। তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে।