বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া তোলপাড় অভিনেত্রী পল্লবী শর্মাকে (Pallavi Sharma) নিয়ে। ‘কে আপন কে পর’ এর জবা আর এখনকার ‘নিম ফুলের মধু’র পর্ণা, দুই চরিত্রেই জনপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী। তবে এখন চর্চাটা তাঁর অভিনয় নিয়ে নয়, বরং একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। যেখানে দাবি করা হয়েছে, সেটি ‘জবার নগ্ন ভিডিও’।
ব্যাপারটা কী? আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে যেটির ক্যাপশনে লেখা, ‘জবার নগ্ন ভিডিও ফাঁস!’ নেটনাগরিকদের একাংশের দাবি, ওটা পল্লবীরই ভিডিও। স্বাভাবিক ভাবেই ভিডিওটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই অভিনেতা অভিনেত্রীরা বহুবার ব্যক্তিগত ভিডিও ফাঁসের মতো ঘটনার শিকার হয়েছেন। এবারেও কি তেমনি কিছু ঘটল?
সংবাদ মাধ্যমের তরফে পল্লবীকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন গোটা বিষয়টা। অভিনেত্রী স্পষ্ট ভাবেই জানিয়ে দেন, তিনি সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মেই সক্রিয় নন। নেটদুনিয়ায় কী হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনো খোঁজ খবরই রাখেন না। কোনো বিষয়টা নিয়ে না জেনে কীভাবে মন্তব্য করবেন?
এছাড়াও পল্লবী বলেন, তিনি এসব বিষয় নিয়ে বিশেষ ভাবেন না। কারণ তিনি জানেন, মানুষ তাঁকে নিয়ে চর্চা করতে ভালবাসে। সেটা সবসময় ইতিবাচক হবে তার কোনো মানে নেই। নেতিবাচকও হতে পারে। পল্লবীর কথায়, যারা ভিডিওটি খুলে দেখবেন তারা তখনি বুঝতে পারবেন, ভিডিওটি ভুয়ো।
প্রসঙ্গত, ছোটপর্দার সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে পল্লবী অন্যতম। সিরিয়ালপ্রেমীরা অবশ্য তাঁকে ‘জবা’ নামেই বেশি চেনেন। এই চরিত্রটিতে অভিনয় করে প্রশংসার পাশাপাশি ট্রোলডও কম হননি পল্লবী। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। মাস খানেক হল শুরু হয়েও ভালোই টিআরপি তুলছে নিম ফুলের মধু।