দেশে প্রথম Apple-র iPhone বানাবে টাটা গ্রুপ, এই কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কয়েকমাস যাবৎ ভারতে iPhone তৈরি হওয়া নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছিল। এমতাবস্থায়, এবার এক বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ভারতের প্রথম iPhone উৎপাদন করবে টাটা গ্রূপ (Tata Group)। এমনকি, আগামী অর্থবর্ষের প্রথম মাস (এপ্রিল) থেকেই এই পর্ব শুরু হতে পারে।

ইতিমধ্যেই কোম্পানিটি তার সম্পূর্ণ পরিকল্পনাও সম্পন্ন করেছে। উল্লেখ্য যে, Tata Group তাইওয়ানের কোম্পানি Wistron Corporation-এর ব্যাঙ্গালোরের প্ল্যান্ট কেনার আলোচনায় অনেকদূর এগিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে টাটা গ্রূপ চায় আগামী ৩১ মার্চের আগেই এই চুক্তিটি সম্পন্ন হোক। যাতে তারা নতুন অর্থবর্ষের প্রথম থেকেই iPhone উৎপাদন শুরু করতে পারে।

এদিকে, এই প্রক্রিয়ার সাথে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন যে, টাটা গ্রুপ কয়েক মাস ধরে তাইওয়ানের Wistron Corporation-এর সাথে আলোচনা করছে এবং মার্চের শেষের মধ্যে তারা পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চায়। পাশাপাশি, তাঁরা আরও জানিয়েছেন, দুটি সংস্থা বিভিন্ন সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। এছাড়াও, টাটা দু’টি সংস্থার মধ্যে যৌথ উদ্যোগে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব চায় কিনা সেই সংক্রান্ত আলোচনা চলছে বলেও জানা গিয়েছে।

চিনের বিকল্প হয়ে উঠবে ভারত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Apple-এর iphone মূলত তাইওয়ানের ম্যানুফ্যাকচারিং জায়ান্ট Wistron এবং Foxconn Technology Group অ্যাসেম্বল করে। এমতাবস্থায়, টাটার এই চুক্তি ইলেকট্রনিক্স ক্ষেত্রে চিনের আধিপত্যকে বড়সড় চ্যালেঞ্জ জানাবে। প্রকৃতপক্ষে, আমেরিকার সাথে চিনের চলা রাজনৈতিক উত্তেজনা এবং কোভিড-সম্পর্কিত সীমাবদ্ধতার কারণে, চিন থেকে iPhone নির্মাতা Apple তার ব্যবসা বন্ধ করার প্রস্তুতি নিয়ে বিকল্প অবস্থানের সন্ধান করছে। আর ওই কারণেই তারা ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে।

Apple iPhone 14 Ratan Tata

হোসুর প্ল্যান্টে iPhone-এর যন্ত্রাংশ উৎপাদন: ইতিমধ্যেই Apple-এর সাথে ব্যবসা বাড়াতে টাটা একাধিক পদক্ষেপ নিয়েছে। তারা বেঙ্গালুরুর কাছে হোসুরে তাদের কারখানায় নিয়োগ বাড়িয়েছে। সেখানে iPhone যন্ত্রাংশ তৈরি করে। প্ল্যান্টটি কয়েকশ একর জমি জুড়ে বিস্তৃত রয়েছে। আর সেখানেই টাটা আগামী বছরগুলিতে iPhone উৎপাদনের লাইন যুক্ত করতে পারে। পাশাপাশি, টাটা গ্রূপ আরও ঘোষণা করেছে যে, তারা আমাদের দেশে ১০০ টি Apple স্টোর চালু করবে। যার মধ্যে প্রথমটি এই ত্রৈমাসিকে মুম্বাইতে শুরু হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর