আটকাতে পারল না পুলিস, প্রশাসনের চোখে ধুলো দিয়েই গঙ্গা আরতি সুকান্ত মজুমদারের

বাংলা হান্ট ডেস্ক : গঙ্গা আরতি নিয়ে আজ তোলপাড় গোটা রাজ্য। তৃণমূলকে সরাসরি আক্রমণ করে শমীক ভাট্টাচার্য
বললেন, ‘বালিঘাট, কয়লা খাদান, পাথর খাদানের দখলদারি পর এবার মা গঙ্গাকেই দখল করে নিল তৃণমূল (TMC)।’ বাবুঘাটের কাছে কদমতলা ঘাটে গঙ্গা আরতিতে পুলিসের অনুমতি না পেয়েই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা। অনুমতি না মিললেও ওই একই জায়গায় আরতির আয়োজন করা হবে বলে পদ্ম শিবিরের পক্ষ থেকে কার্যত চ্যালেঞ্জ ছোঁড়া হয় পুলিসকে। যা নিয়ে বাড়ছিল বেশ উত্তপ্ত ছিল বাবুঘাটের আবহাওয়া।

অবশেষে মঙ্গলবার দুপুর থেকে বাবুঘাটের কাছে বিজেপি সমর্থকদের ভিড় বাড়তেই তাঁদের সরিয়ে দেয় পুলিস। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গ্রেফতার করা হয় বিজেপি নেতা সজল ঘোষ, গোপাল সরকারদের। শেষ পর্যন্ত ওই ঘাট থেকে একটু দূরে গঙ্গা আরতি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অনুমতি না থাকলেও পুলিসের চোখে কার্যত ‘ধুলো’ দিয়ে অন্য ঘাটে এই গঙ্গা আরতির (Ganga Arati) আয়োজন করে গেরুয়া শিবির। গঙ্গা আরতি দিয়ে সুকান্ত বলেন, ‘আমরা বোঝাতে চাই পুলিস যদি ডালে ডালে চলে তবে আমরা চলি পাতায় পাতায়।’ তিনি এদিন অভিযোগ করে বলেন, হিন্দুদের সমস্ত কর্মসূচিতেই বাধা দিচ্ছে পুলিস। তাঁর কথায় উঠে আসে দুর্গাপুজো-সরস্বতী পুজোর প্রসঙ্গও।

পুলিসের দাবি, গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যেই বহু পুন্যার্থী বাবুঘাটে ভিড় জমাতে শুরু করেছেন। এমন অবস্থায় বিজেপির কর্মসূচি আয়োজিত হলে মারাত্মক যানজট তৈরি হবে। চরম সমস্যায় পড়বেন পুন্যার্থীরা। পাশাপাশি জি-২০ বৈঠকও চলছে কলকাতায়। এসব পুলিসের মিথ্যা ‘অজুহাত’ বলে দাবি করেন সুকান্ত মজুমদারের। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘গঙ্গা আরতি করলে কী করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে? যাঁরা গঙ্গা সাগরে যাওয়ার জন্য এসেছেন তাঁরা গঙ্গার পুজো করেন। আমরাও করছি। আমাদের দেখে তাঁরা তো আর রেগে যাবেন না। পুলিশ বাধা দিতে চাইছে তাই বাধা দিচ্ছে। তবে সেই বাধা আমরা অতিক্রম করতে পেরেছি।’ এদিনের কর্মসূচির জন্য অবশ্য সেনার অনুমতি রয়েছে বলে আগেই দাবি করে বিজেপি।

এদিন বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘আমাদের বাধা দেওয়ার জন্য সবরকম চেষ্টা করেছিল পুলিশ-প্রশাসন। কিন্তু, আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই অত্যাচারী পুলিসের বিরুদ্ধে প্রতীকী গঙ্গা আরতি আমরা করবই। আমাদের বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা আজকে সেই গঙ্গা আরতি করলাম। পুলিসকে আমরা বোঝাতে চাই পুলিস যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি। পুলিশ পঞ্চায়েত নির্বাচনেও ডালে ডালে পাতায় পাতায় ধাপ্পা খাবে। তবে বিজেপির কর্মসূচি নয়, হিন্দুদের যে কোনও কর্মসূচি হলেই বাধা দেওয়া হবে।’

Sudipto

সম্পর্কিত খবর