বাংলা হান্ট ডেস্ক: জীবন বীমা কর্পোরেশন তার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে একটি বিশেষ স্কলারশিপ প্রকল্প সামনে এনেছ। মূলত, LIC HFL Vidyadhan Scholarship প্রোগ্রাম হল একটি বার্ষিক স্কলারশিপ। এটি LIC কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দেওয়া হয়। পাশাপাশি, স্কলারশিপটি সেইসব ভারতীয় পড়ুয়াদের দেওয়া হয় যাদের বয়স প্রতিষ্ঠানে ভর্তির সময়ে ৩৫ বছরের কম থাকে। এই বৃত্তির জন্য আবেদন করার শেষ তারিখ থাকে প্রতি বছরের জুন মাসে।
এদিকে, LIC কর্পোরেশন শিক্ষার্থীদের জন্য একটি নতুন বৃত্তির সুযোগ তৈরি করেছে। যে পড়ুয়ারা সম্প্রতি দশম শ্রেণি পাশ করেছে এই বৃত্তি সেই সমস্ত পড়ুয়াদের জন্য উপলব্ধ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই স্কলারশিপ পিজি স্তর পর্যন্ত দেওয়া হয়। যার ফলে শিক্ষার্থীরা আর্থিক চিন্তা না করে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে।
এই স্কলারশিপের সুবিধা: জানিয়ে রাখি যে, PG ২০২৩-এর জন্য LIC HFL বিদ্যাধন স্কলারশিপ স্কিমটি ২০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করে। এটি ২ বছরের জন্য উপলব্ধ রয়েছে। এদিকে, স্নাতক ২০২৩-এর জন্য LIC HFL বিদ্যাধন বৃত্তি ৩ বছরের জন্য দেওয়া হয়। যেখানে প্রতি বছর ১৫,০০০ টাকা পাওয়া যায়। যে সমস্ত আবেদনকারীরা দশম শ্রেণি পাশ করেছে তারা LIC HFL বিদ্যাধন বৃত্তি ২০২৩-এর অধীনে ২ বছরের জন্য প্রতি বছর ১০,০০০ টাকার বৃত্তি পাবে। এটি একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য উপলব্ধ থাকে।
PG ২০২৩-এর জন্য LIC HFL বিদ্যাধন স্কলারশিপ: এই স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে পিজি প্রোগ্রামে নথিভুক্ত থাকতে হবে। তারপরেই তিনি আবেদন করতে পারবেন। UG স্তরে পড়ুয়াদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বরও থাকতে হবে। পাশাপাশি, তাঁদের পারিবারিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।
LIC HFL বিদ্যাধন বৃত্তি স্নাতক ২০২৩-এর জন্য: এই ক্ষেত্রে আবেদনকারীকে দেশের একটি স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ৩-বছরের স্নাতক প্রোগ্রামের (যেকোনো স্ট্রিমে) প্রথম বছরে নথিভুক্ত হতে হবে। পাশাপাশি, ওই শিক্ষার্থীকে দ্বাদশ পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও, শিক্ষার্থীদের পারিবারিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।
LIC HFL বিদ্যাধন বৃত্তি ২০২৩ দশম শ্রেণির উত্তীর্ণদের জন্য: এক্ষেত্রে আবেদনকারীকে দেশের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে। পাশাপাশি, আবেদনকারীকে দশম শ্রেণিতে ৬০ শতাংশের বেশি নম্বর পেতে হবে। এছাড়াও, আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের আয় বছরে ৩ লক্ষ ৬০ হাজার টাকার বেশি হওয়া যাবে না।
কিভাবে আবেদন করতে হবে: ইচ্ছুক প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে প্রথমে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.lic.housing.com-এ যেতে হবে। এরপরে আপনি হোম পেজে একটি রিওয়ার্ড সেকশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে স্কলারশিপের পেজ দেখা যাবে। তারপরে আপনাকে অনলাইনে আবেদনের অপশনটি ক্লিক করতে হবে। এমতাবস্থায়, একটি ফর্ম প্রদর্শিত হবে। সেখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।