‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ জিতে কোহলিদের বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই’, মত গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত তিন ম্যাচের ওডিআই সিরিজ একটি ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে। নতুন বছরের শুরুতে প্রথম টি-টোয়েন্টি এবং ওডিআই দুটি সিরিজই জিতে যাওয়ায় খুশি সমর্থকরাও। তবে ভারতীয় দলের কাছে বিশ্রামের কোনও সুযোগ নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়ম রক্ষার তৃতীয় ওডিআই ম্যাচ শেষ হলেই আরম্ভ হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজগুলি সমাপ্ত হওয়ার পর অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে রোহিত শর্মাদের।

ভারতীয় দল বছরটা ভালো ভাবে শুরু করায় তৃপ্ত অনেক ক্রিকেটপ্রেমীরাই। কিন্তু সেই দলের মধ্যে পড়েন না প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় তারকার মতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের মধ্যে খুব বেশি ইতিবাচক হওয়ার কোনও উপাদান নেই। বরং ভারতের আরও সতর্ক থাকা উচিত।

এমনটা তিনি কেন মনে করেন সেটিও উল্লেখ করেছেন। তার মতে ভারতীয় দল কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণশক্তির দল দিয়েও ওডিআই সিরিজ হেরেছিল। এই সিরিজ জয়ের থেকে সেই হার অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তাই সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার কোন জায়গাই নেই।

kohli's team india

বিরাট কোহলির দুর্দান্ত ফর্মে থাকা নিয়েও বাড়াবাড়ি উচ্ছ্বাস দেখাতে রাজি নন গম্ভীর। ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি মাত্র ৪ রানে আউট হলেও আসামের বর্ষাপাড়ায় এবং বাংলাদেশ সফরে শেষ ওডিআই ম্যাচে শতরান করেছিলেন তিনি। কিন্তু গৌতম গম্ভীর মনে করেন শতরান ৫০টি হোক বা ১০০টি, বাংলাদেশের মাটিতে যা হয়েছে সেটা গোটা ভারতীয় দল এবং বিরাট কোহলিরও ভুলে যাওয়া উচিত তার এবং পরবর্তী সিরিজ গুলিতে যাতে তেমন কোন ফলাফল না হয় সেদিকে তাদের খেয়াল রাখা উচিত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ , শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), আর. অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট, সূর্যকুমার যাদব

Reetabrata Deb

সম্পর্কিত খবর