আবাস দুর্নীতি নিয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় দলের সামনেই তৃণমূল-বিজেপির হাতাহাতি, সামিল মহিলারাও

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে একের পর এক আবাস দুর্নীতি (Awas Corruption) ইস্যুতে জেরবার রাজ্যসরকার। সেই দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফের রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সেইমত তদন্তের ৪ দিন পর সক্রিয় ভূমিকায় ময়দানে নামলেন তাঁরা। এদিন উত্তরবঙ্গের শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়া ব্লকে বাড়ি বাড়ি ঘুরে দেখছিলেন তদন্তকারী আধিকারিকরা। আর সেখানেই ঘটল বিপত্তি।

কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই বচসা থেকে শুরু করে শেষমেশ হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) কর্মীরা। অন্যদিকে নীরব দর্শক হয়ে তাঁদের শুধুমাত্র দেখেই গেলেন কেন্দ্রীয় দল। দিন চারেক আগেই আবাস যোজনার দুর্নীতি ইস্যুতে শিলিগুড়িতে পৌঁছায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্ত সেখানে এলেও কখনও তিস্তার পাড়, কখনও সেবক কালীবাড়িতে পুজো দিতে দিয়েই নিজেদের সময় অতিবাহিত করতে দেখা গিয়েছিল তাঁদের।

তবে এবার ফুল অ্যাকশনে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।এদিন সকাল থেকে তালিকা দেখে বাড়ি বাড়ি ঘুরে দেখেন, যাঁরা ঘর পেয়েছেন, তাঁরা ঘর পাওয়ার যোগ্য কিনা, তা পর্যবেক্ষণ করেন তাঁরা। পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথেও।এরইমধ্যে তদন্তের জন্য সকালে তাঁরা যখন টামবাড়ি এলাকায় পৌঁছয় সেখানেই তাঁদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কর্মীরা।

tmc bjp

সূত্রের খবর, কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই সেই এলাকায় আগে থেকেই উপস্থিত ছিল দুই দলের কর্মী-সমর্থকেরা। বিজেপি কর্মী সমর্থকরা হাত তুলে চিৎকার করে বলতে থাকেন, দুর্নীতি করে, কোন কোন বাড়িকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এরপরেই সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা তার প্রতিবাদ করতে থাকলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরই শুরু হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর